১২ ডিসেম্বর, ২০১০ :: আজ রবিবার সকালে শিবচর উপজেলার রজব আলী মুন্সীর কান্দি গ্রামে বিরোধপূর্ণ জমির আমন ধান কাটাকে কেন্দ্র করে দু’গ্রপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৭ জন আহত হয়েছে।
জানাজায়, রজব আলী মুন্সী কান্দি গ্রামে তোতা মোড়লের বিরোধপূর্ণ জমিতে নাসির লপ্তি আমন ধান কাটা শুরু করে। প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে বারেক লপ্তি (৩৮), জুলহাস (৩০), মজিবর (২৮), রিপন (৩৫), নাসির (৪৩), সাবিনা (৩৩), তোতা মোড়ল (৫৫) আহত হয়। তাদের আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment