শুক্রবার শেষ রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামে দুই শিক্ষকের বাড়িসহ ৪ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল কুপিয়ে সামসুদ্দিন হাওলাদার, তার ছেলে শাহীন হাওলাদার ও মেয়ে নাজমা আক্তারকে গুরুতর আহত করে। সামসুদ্দিন হাওলাদার ও শাহীনকে রাতেই আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্র জানায় , শুক্রবার রাত আনুমানিক আড়াই টায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র সজ্জিত ২০/২৫ জনের ডাকাতদল স্কুল-শিক্ষক মিজানুর রহমান ফারুকের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে পরিচিতদের দিয়ে পার্শ্ববর্তী অপর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবুল হোসেন, ব্যবসায়ী সামসুদ্দিন হাওলাদার ও হাবিবুর রহমান হাওলাদারের ঘরে ঢুকে লুটপাট চালায় ডাকাতরা। ডাকাতদল এসময় নগদ টাকা স্বর্ণালংকার, মোবইল সেটসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। এসময় চাবি দিতে দেরি হওয়ায় ডাকাতরা সামসুদ্দিন হাওলাদার (৫১), তার ছেলে শাহীন হাওলাদার (২৫) ও মেয়ে নাজমা আক্তার (২৩) কে কুপিয়ে জখম করে। আহতদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রতন শেখ (৩২) নামের এক ডাকাতকে ব্যবহৃত রাম দা ও একটি মোবাইল সেটসহ আটকে রাখে আহতরা। এসময় এলাকাবাসী আটক ডাকাতকে গণপিটুনী দেয়।
রাতেই শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিলসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে ধৃত ডাকাতকে গ্রেফতার করে রামদা ও মোবাইল সেটটি জব্দ করে। ডাকাত দলের বাকি সদস্যদের ধরতে এখনো অভিযান চলছে। রাতেই আহত সামসুদ্দিন হাওলাদার ও শাহীন হাওলাদারকে ফরিদপুর পাঠানো হয়েছে। ডাকাত রতন শেখকে আশংকাজনক অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment