আজ শুক্রবার মাওয়া-কাওরাকান্দি রুটের যানজট পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। ফলে পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকভর্তি কাঁচামালে পচন দেখা দিয়েছে। উভয় ঘাটের প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে অন্তত এক হাজার ১০০ যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ ঘাট সূত্র জানায়, তীব্র নাব্যতা সংকট, দুটি ঘাট বিকল ও ফেরিস্বল্পতার সঙ্গে ফরিদপুরের জাকের মঞ্জিল ও চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব উৎসবের ভক্তদের বহনকারী গাড়ির চাপে আজ ঘাট এলাকায় অচলাবস্থা আরো প্রকট আকার ধারণ করে। একটি ফেরি দৌলতদিয়া ঘাটে স্থানান্তর ও অপর একটি বিকল থাকায় যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ ছাড়া ১ ও ৩ নম্বর ঘাট নাব্যতা সংকটের কারণে প্রায়ই অচল বলে জানা যায়। ট্রাকচালক নজরুল ইসলাম বলেন, 'দুদিন ধরে পার হইতে না পারায় পেঁয়াজে পচন ধরছে। তা ছাড়া এই ঘাটে কোনো টার্মিনাল বা বিশ্রামাগার না থাকায় আমরা খেয়ে না-খেয়ে আছি।' বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান জানান, তীব্র নাব্যতা সংকটের কারণে কাওরাকান্দির দুটি ঘাট প্রায় অচল হয়ে পড়ায় এবং ফেরিস্বল্পতায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment