আজ রবিবার শেষরাতে শিবচরের পূর্ব সন্ন্যাসীরচর পাটকান্দি এলাকায় দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের হামলায় ঝনু মন্ডল (৩২) নামের এক মহিলা আহত হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, শেষ রাতে ১২/১৩ জনের ডাকাতদল মন্টু কর্মকারের প্রবাসী ছেলে গোকুল কর্মকার ও পার্শ্ববর্তী গ্রাম্য চিকিৎসক অনুকুল কর্মকারের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে ডাকাতদল সবার হাত-পা বেঁধে ৫টি মোবাইল সেট, ৬ ভরি স্বর্ণালংকারসহ দু’লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এলাকাবাসী টের পেয়ে এগিয়ে আসলে ডাকাতদল ৩টি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment