১৫ ডিসেম্বর, ২০১০:: কাওড়াকান্দি-মাওয়া নৌপথে শিবচরের কাঠালবাড়ি এলাকায় গত মঙ্গলবার রাতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনায় স্পিডবোট দুটি ডুবে যায়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাতের আঁধারে আলো ছাড়া পদ্মা নদী পার হতে গিয়ে অহরহ এমন দুর্ঘটনা ঘটছে। ৮ ডিসেম্বর রাতে একই এলাকায় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক পরিদর্শকসহ দুজন মারা যান। এ ব্যাপারে প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়ায় ছয় দিনের মাথায় ফের এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন মনে করছে।
প্রতক্ষ্যদর্শী মো. খায়রুজ্জামান জানান, গতকাল সন্ধ্যার অনেক পরে ১২ জন যাত্রী নিয়ে মাওয়া থেকে একটি স্পিডবোট কাওড়াকান্দি ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। আর কাওড়াকান্দি থেকে যাত্রী নামিয়ে একটি খালি স্পিডবোট মাওয়ার উদ্দেশে রওনা দেয়। পদ্মার সরু চ্যানেলে ঢুকতেই দুটি বোটের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে যাত্রীরা ছিটকে পানিতে পড়ে যায়। পরে পেছন থেকে আসা একটি স্পিডবোট ও ট্রলার ভাসমান যাত্রীদের উদ্ধার করে কাওড়াকান্দি তীরে নিয়ে আসে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক রাতের আঁধারে স্পিডবোট চলাচল করায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে স্বীকার করেছেন। সন্ধ্যার পরে চলাচলকারী স্পিডবোটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment