শিবচর পৌরসভা নির্বাচনে সাবেক পৌর চেয়ারম্যান আ. লতিফ মোল্লাকে মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়াও কাউন্সিলর পদে আটজনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
পৌর নির্বাচনে দলের মনোনয়ন কমিটির ১১ সদস্য শনিবার বিকেলে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করেন। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আটটি ওয়ার্ডে আটজনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডে মো. আক্তার হোসেন খান, ২ নম্বর ওয়ার্ডে মো. ভুট্টো মোল্লা, ৩ নম্বর ওয়ার্ডে মো. শাকিল খান, ৪ নম্বর ওয়ার্ডে আলহাজ মো. হানিফ খালাসি (কুট্টি খালাসি), ৫ নম্বর ওয়ার্ডে মো. মশিউর রহমান খান মোস্তাক খান, ৭ নম্বর ওয়ার্ডে মো. ইলিয়াস মিয়া, ৮ নম্বর ওয়ার্ডে সৈয়দ মো. আশরাফ মীর, ৯ নম্বর ওয়ার্ডে বর্তমান ভারপ্রাপ্ত মেয়র কাউন্সিলর আবদুল কাদের খান মিলু।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment