সোমবার (৩১ আগস্ট) রাত ৯টায় শিবচর হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাওড়াকান্দি ফেরিঘাট এলাকা থেকে ২১ লিটার ফেন্সিডিলসহ ৩ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ জানায়, যশোর থেকে ঢাকা যাওয়ার পথে মহিলা মাদক ব্যবসায়ীরা ফেরির অপেক্ষায় কাওড়াকান্দি ফেরি ঘাটে দাঁড়িয়ে থাকে। পুলিশ সন্দেহ করে রোজিনা (৩০), জাবেদা খাতুন (৪৫), বরকাতুন্নেছা (৪৮) এর হাতে থাকা তিনটি ব্যাগে তল্লাসি চালিয়ে পলিথিনে মোড়ানো ২১ লিটার ফেন্সিডিল উদ্ধার করে। পরে তাদেরকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের বাড়ি যশোর সদর থানার নারায়ণপুর গ্রামে। এই ব্যপারে শিবচর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment