মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের লপ্তিকান্দি গ্রামে বিকেলে ক্ষেতে আখ কাটার সময় দুই কৃষককে পূর্ব শত্রুতার জের ধরে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। জানা যায়, শিবচর উপজেলার মাদবরচর লপ্তিকান্দি গ্রামে কৃষক বাচ্চু বেপারী (৪৫) ও তার ছোটভাই শহিদ বেপারী (৩৬) তাদের নিজ ক্ষেতে আখ কাটার সময় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী জলিল আকন, মালেক আকন, কালাম আকন সহ আরো ৪/৫ জন সন্ত্রাসী সহোদর দুই কৃষককে ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে আখ ক্ষেতে রেখে যায়। পরে এলাকাবাসী তাদের আর্ত্মচিৎকারে এগিয়ে এসে দুইজনকে মুমূর্ষু অবস্থায় শিবচর হাসপাতালে ভর্তি কর। আহতরা আশংকাজনক বিধায় ডাক্তার তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ ব্যাপারে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment