সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

শিবচরে ২০ হাজার টাকা ছিনতাই, কৃষককে কুপিয়ে জখম

শিবচরে হালের বলদ কেনার জন্য টাকা নিয়ে হাটে যাওয়ার সময় সঙ্ঘবদ্ধ দুর্বৃত্তরা ২০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনতাই করে। এসময় ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে হালেম খাঁ (৫০) নামে এক কৃষককে। তাকে প্রথমে শিবচর হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পাঁচ্চর মৃধাকান্দি গ্রামে। কৃষক হালেম খাঁ মঙ্গলবার সকালে চর বাচামারা গ্রাম থেকে হালের বদল কেনার উদ্দেশ্যে উৎরাইল হাটে রওয়ানা করে। এসময় পাঁচ্চর মৃধাকান্দি এলাকায় রাস্তার পাশে ওৎ পেতে থাকা শহিদ শরিফ, সুমন শরিফ, লোকমান শরিফ, বারেক মৃধাসহ আরো ৪/৫ জন দুর্বৃত্ত হালেম খাঁর কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনতাই করে। কৃষক আর্ত্মচিৎকার শুরু করলে দৃর্বুত্তরা তাকে এলোপাথারিভাবে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে শিববচর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন