সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

স্পীডবোট শ্রমিকদের হামলায় ফেরি ভাংচুর : মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ফেরি স্টাফরা

স্পীডবোট শ্রমিকরা হামলা চালিয়ে একটি ফেরি ভাংচুর ও ৪ ফেরি স্টাফকে আহত করার ঘটনায় আজ রোববার রাত ৮টা থেকে মাওয়া-কাওড়াকান্দি রুটে সকল ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ফেরি স্টাফরা। ফলে উভয় ঘাটে প্রায় পাঁচ শতাধিক যানবাহন আটকে পড়েছে।
বাংলাদেশ ইনল্যাল্ড মাস্টার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও রো রো ফেরি শাহ মখদুমের মাস্টার ইনচার্জ ইদ্রিস হোসেন সিরাজী জানান, আজ সকালে মাওয়া ২নং ফেরি ঘাটে কে-টাইপ ফেরি যমুনা ঘাটে ভেড়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী স্পীডবোট ঘাটে রাখা ২টি স্পীডবোটকে ধাক্কা দেয়। এতে স্পীডবোট স্টাফরা প্তি হয়ে যমুনা ফেরিটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। স্পীডবোট স্টাফদের হামলায় যমুনা ফেরির মাস্টার ইনচার্জ মো. শাজাহান মিয়াসহ অন্য ৩ স্টাফ শাহ জামাল, ফয়জুল্লাহ ও ইব্রাহিম গুরুতর আহত হয়। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই সূত্রধরে আজ রাত ৮টা থেকে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে তারা জানান।
মাওয়া সীবোট মালিক সমিতির সভাপতি বাবুল ঢালী বলেন, সকালে ফেরির ধাক্কায় ৪টি স্পীডবোটের ব্যাপক ক্ষতি হওয়ায় ক্ষুব্ধ হয়ে স্পীডবোট স্টাফরা ফেরির মাস্টারসহ কয়েকজনকে মারপিট করেছে। মূলত এ ঘটনার জন্য স্পীডবোট চালকরাই দায়ী। ওরা স্পীডবোটগুলো ফেরি পল্টুনের সাথে বেঁধে রাখার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্পীডবোট স্টাফদের হামলার জের ধরে ফেরির বিভিন্ন শ্রমিক সংগঠন সন্ধ্যার পর থেকে এ ধর্মঘট শুরু করেছে।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন