সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

কাওড়াকান্দি-মাওয়া রুটে তীব্র নাব্যতা সংকট, ফেরি স্বল্পতায় দুই পাড়ে সহস্রাধিক যান পারাপারের অপেক্ষায়

পদ্মা নদীতে তীব্র নাব্যতা সংকট ও ফেরি স্বল্পতায় মাওয়া-কাওড়াকান্দি রুটে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। উভয় ঘাটে প্রায় সহস্রাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। নৌ-রুটের চ্যানেলগুলোতে অসংখ্য ডুবোচরের কারণে ফেরিগুলো নদীর তলদেশ ঘেষে চলায় ফেরিগুলোর প্রপেলার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে ফেরি বিকল হয়ে পড়ছে। 
বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি সূত্র ও ফেরি চালকরা জানায়, পদ্মায় অব্যাহত পানি হ্রাসের ফলে গত কয়েকদিন ধরে কাওড়াকান্দি ঘাট থেকে লৌহজং টার্নিং পর্যন্ত ১৪ কিলোমিটার নদীপথে নাব্যতা সংকট চরম আকার ধারণ করেছে। ফলে ফেরিগুলো ধারণক্ষমতার চেয়ে কম সংখ্যক যানবাহন নিয়ে অথবা হালকা যান নিয়ে পারাপার হচ্ছে। এছাড়া ৩ দিন আগে এ রুটের রো রো ফেরি ‘ভাষা শহীদ বরকত’ দৌলতদিয়া ঘাটে স্থানান্তরিত করা হয় ও ফাট ফেরি ‘রানীক্ষেত’ বিকল হয়ে মাওয়া ডক ইয়ার্ডে মেরামতাধীন আছে। ফলে ৫টি ফাট ফেরি, ২টি কে-টাইপ ফেরি ও ১টি রো রো ফেরি দিয়ে পারাপার করতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। 
এদিকে কাওড়াকান্দি ১নং ঘাটটি ২ দিন আগে বিকল হয়ে পড়ায় ও ৩নং ঘাট দিয়ে ভারি যানবাহন উঠানামা করতে না পারায় অচলাবস্থা প্রকট আকার ধারণ করেছে। মূলত কাওড়াকান্দি ২নং ঘাটটি এখন সচল রয়েছে। ফলে কাওড়াকান্দি ঘাটে এসে ফেরিগুলো আনলোড হতে দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে। 
রো রো ফেরি শাহ মখদুমের মাস্টার ইনচার্জ এমএম ইদ্রিস হোসেন সিরাজী বলেন, কাওড়াকান্দি থেকে মাওয়ার লৌহজং পয়েন্ট পর্যন্ত সম্পূর্ণই নাব্য সংকট থাকায় মাটির সঙ্গে ঘষা লেগে ফেরির তলদেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে ধীরে ধীরে ফেরি চলাচল করায় পারাপারে সময়ও ৩গুণ বেশি লাগছে। 
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান জানান, তীব্র নাব্য সংকট, কাওড়াকান্দির মাত্র ১টি ঘাট সম্পূর্ণভাবে ব্যবহার করা ও ফেরি স্বল্পতায় এ যানজটের সৃষ্টি হয়েছে। অন্য ঘাটগুলো দিন দিন ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় যান পারাপারে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। 
এদিকে বিআইডব্লিউটিসি’র ঘাট ইজারাদার আবুল আলম হাওলাদার জানান, কাওড়াকান্দি ঘাট থেকে দৌলতদিয়া ফেরি ঘাটে রো রো ফেরি ভাষা শহীদ বরকত স্থানান্তরিত, অন্যান্য ফেরি বিভিন্ন সমস্যা এবং নদীর নাব্যতা সংকট হওয়ায় কম গাড়ি নিয়ে ফেরিগুলো চলাচল করায় দুই পাড়ে যানজটের তীব্রতা বেড়েছে। 
তিনি আরো বলেন, আজ রবিবার ফেব্রুয়ারি সকাল থেকে কাওড়াকান্দি ঘাটে যাত্রীবাহী বাস, কাঁচামালবাহী ট্রাক ও অন্যান্য ছোটবড় গাড়িসহ প্রায় ৫ শতাধিক গাড়ি ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন