আজ মঙ্গলবার শিবচরের কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ বাঁধ উচ্ছেদ ও লক্ষাধিক টাকার অবৈধ জাল আটক করে সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে।
শিবচর উপজেলা মৎস অফিস সূত্র জানায়, আজ সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ তালুকদারের নেতৃত্বে উপজেলার কাঁঠালবাড়ি এলাকার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি আড়াআড়ি গাড়াবাঁধ সম্পূর্ণ কেটে ফেলা হয়। অবৈধ বাঁধটির মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। এছাড়া জাটকা ধরার কোনা বেড় জাল ১শ মিটার, ১ হাজার মিটার কারেন্ট জাল, ২শ মিটার টানা বেড় জাল আটক করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা বলে জানা যায়। পরে আটককৃত জাল নদীর তীরে এনে পুড়িয়ে দেওয়া হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মনিরুল মামুন, সহকারী উপজেলা মৎস অফিসার মো. জহিরুল হক প্রমূখ।
উপজেলা মৎস অফিসার মনিরুল মামুন বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। নদীতে অবৈধ জাল দিয়ে ধরা এবং নদী জোড়া বাঁধ দিয়ে মাছ ধরা কোন কারণেই মেনে নেওয়া হবে না।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment