সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

নদ-নদী-খাল-বিলে পানি বৃদ্ধি : ধান ও বাদামের ক্ষেত প্লাবিত

29 April 2010 :: 10:13am
শিবচরের পদ্মা, আড়িয়াল খাঁসহ সকল নদ-নদী খাল-বিলে গত ২৪ ঘণ্টায় অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে ধান ও বাদামের ক্ষেত প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলে পানি বৃদ্ধি পাচ্ছে বলে কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে। 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষকরা জানান, গত ২৪ ঘণ্টায় শিবচরের নদ-নদী খাল-বিলে প্রায় এক থেকে দেড় হাত পানি বৃদ্ধি পেয়েছে। ফলে শিবচর পৌরসভা, বাঁশকান্দি, উৎরাইলসহ চরাঞ্চলের নদী তীরবর্তী প্রায় ৩ হাজার পাঁচশ বিঘা জমির আধা পাকা ধান ও প্রায় ২ হাজার ১শ বিঘার বাদাম প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলে আগেভাগেই নিম্নাঞ্চলের ধান প্লাবিত হওয়ায় ফসল সম্পূর্ণ বিনষ্ট না হলেও উৎপাদন চরমভাবে ব্যহত হওয়ার শংকা দেখা দিয়েছে। মাঠে পানি চলে আসায় কৃষক আধা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছে। 
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় শিবচরের নদী-খাল-বিলে প্রায় দেড় হাত পানি বেড়ে নতুন নতুন মাঠ প্লাবিত হয়ে এই পর্যন্ত প্রায় ৩ হাজার সাতশ বিঘা ধান ও প্রায় ২ হাজার একশ বিঘা জমির বাদাম প্লাবিত হয়েছে। 
Read More ... »

প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করে দেওয়া হলো বাল্যবিয়ে


23 April 2010 :: 11:21am

শিবচর উপজেলার পদ্মানদী বেষ্টিত চরজানাজাত ইউনিয়নের আবদুল মজিদ বেপারীর কান্দি গ্রামে আবদুল কুদ্দুস শিকদারের ষষ্ঠ শ্রেণী পড়ুয়া মেয়ে সারমিন আক্তার (১৩) একই ইউনিয়নের আলতাফ খানের ছেলের সঙ্গে গত বৃহস্পতিবার বিয়ের দিন ঠিক করা হয়। গত দুইদিন থেকে বিয়ে বাড়ির ধুম ধাম চলে। বিয়ের দিন পোলাও, মাংস, মাছ, মিষ্টান্নসহ সকল ধরনের রান্না প্রায় শেষ। নিকটাত্মীয় স্বজনেরা এসেছে বিয়ে বাড়িতে। কিছুক্ষণের মধ্যে বর আসবে। এর মধ্যে মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে বিয়ে বন্ধের জন্য বাঁধা হয় শিবচর উপজেলা প্রশাসন। 
পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের আব্দুল মজিদ বেপারি কান্দি গ্রামের আবদুল কুদ্দুস শিকদারের মেয়ে ইলিয়াস আহম্মেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ছাত্রী মোসাম্মৎ সারমিন আক্তার (১৩) সঙ্গে একই ইউনিয়নের আলতাফ খানের ছেলে তোফাজ্জেল খান (২২) এর সঙ্গে বিয়ে ঠিক হয়। গত বৃহস্পতিবার (২২-০৪-১০) ছিলো বিয়ের ধার্য করা তারিখ। কিন্তু আপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে ব্যাপারটি এলাকার একটি সচেতন মহল শিবচর উপজেলা প্রশাসনকে জানায়। গতকাল দুপুরে প্রশাসনের পক্ষ থেকে থানা ও উপজেলা লিগ্যাল এইড এসোসিয়েশনের সহায়তায় বিয়ে বন্ধ করে দেয়া হয়।
অপ্রাপ্ত কনের মা মোসাঃ রুনা বেগম বলেন, “পোলাও, মুরগীর রোস্টসহ রান্না প্রায় শেষ হইয়া গেছে। বাকি আছিলো মাংস আর মিষ্টান্ন। কিন্তু তার মধ্যে খবর পাইলাম মাইয়ারে বিয়া দেওয়া যাইবো না। আমরা আগেই জানতাম মেয়ের বিয়া বয়স হয় নাই। কিন্তু তার পরেও মেয়েকে বিয়া দেওয়া জন্য রাজি হই। কারণ এলাকার কিছু ছেলেরা আমার মেয়েটে জ্বালাতন করতো। এবং মেয়ের বাবা বিদেশে চলে যাবে। আমি একা বাড়িতে থাকবো তাই বিয়া দিতে চাইছিলাম।”
চরজানাজাত ইলিয়াস আহম্মেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান মাহমুদ বলেন, মেয়েটি আমাদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। মেয়েটি মেধাবী কিন্তু কেন যে বাবা-মা বিয়ে দেওয়া জন্য রাজি হলো বুঝতে পারি না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, গত বুধবার রাতে চরজানাজাত ইউনিয়নের বেপারী কান্দির এলাকাবাসীর কাছ থেকে মোবাইলের মাধ্যমে ঘটনাটি জানতে পারি। পরে শিবচর উপজেলা চেয়াম্যান, শিবচর থানা ও উপজেলা লিগ্যাল এইড এসোসিয়েশনে ফোন করে তাদের অবগত করি। মেয়েটি মাত্র ষষ্ঠ শ্রেণীতে পড়ে ও অপ্রাপ্ত বয়স্ক তাই বৃহস্পতিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে লোক পাঠিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে। 
Read More ... »

শিবচরে মানববন্ধন ও আলোচনা সভায় আহ্বান- এসিড-সন্ত্রাস বন্ধ করতে মাদককে না বলুন

22 April 2010 :: 12:13pm
‘এসিড-সন্ত্রাস বন্ধ করতে মাদককে না বলুন। এসিডের সন্ত্রাসের সঙ্গে জড়িত ব্যক্তিরা বেশিরভাগই মাদকের সঙ্গে জড়িত থাকে। তাই এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অবশ্যই আমাদের মাদককে না বলতে হবে।’ আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম তালুকদার এ কথা বলেন। 
আলোচনা সভায় আরও বক্তব্য দেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. অহিদুল ইসলাম, রিজিয়া বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক বাবুল আশরাফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ কে এম নাসিরুল হক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শিবচর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রাহা প্রমুখ।
আলোচনা সভায় শিবচরের কুতুবপুর ইউনিয়নের সামসুদ্দিন মৌলভীরকান্দি গ্রামের এসিডদগ্ধ হেলেনা বেগমের (৩০) স্বামী শওকত হোসেন বলেন, ‘আমার স্ত্রীকে এসিড মারার ফলে তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এতে আমার চার মাসের মেয়ে জাফরিন আজ ছয় দিন ধরে বুকের দুধ খেতে পারছে না। ওর কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না। আপনাদের কাছে আমি এর বিচার চাই।’ গত ১৬ এপ্রিল রাতে তিন সন্তানের মা হেলেনা বেগমের শরীরে এসিড নিক্ষেপ করে সন্ত্রাসীরা। 
এ প্রসঙ্গে ইউএনও বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, শিগগিরই আমি পুলিশ প্রশাসনের কাছে এসিড-সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
সকালে আলোচনা সভার আগে একই স্থানে মানববন্ধন হয়।
Read More ... »

শিবচরে খড়ায় ও পানির অভাবে বপণকৃত বীজ গজাচ্ছে না ।। হাজার হাজার পাটচাষীর কপালে ভাঁজ

19 April 2010:: 03:13pm
পাটের জন্য বিখ্যাত শিবচরের হাটগুলোতে পাট বিক্রি হচ্ছে ২৭শ’ থেকে ২৯শ’ টাকায়। নিম্নমানের পাটও বিক্রি হচ্ছে ১৯শ’ থেকে ২১শ’ টাকায়। তাই কৃষকের মুখে তৃপ্তির হাসি। কিন্তু এ কৃষকের মুখের তৃপ্তির হাসি ম্লান করে টানা অনাবৃষ্টির ভাজ এখন অন্তত ৩০ হাজার পাটচাষীর কপালে। 
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, পাটের জন্য বিখ্যাত মাদারীপুরের শিবচর উপজেলায় প্রায় ৪০ হাজার পাট চাষী রয়েছে। চলতি বছর পাটের উচ্চ মূল্যের কারণে প্রায় সাড়ে ৩৭ হাজার একর জমিতে পাটবীজ আবাদ করা হয়। এরমধ্যে সাড়ে ৭ হাজার একর জমিতে সেচের মাধ্যমে পাট আবাদ শুরু হলেও ৩০ হাজার একর জমিতে সেচ সুবিধা নেই। তাই প্রখর রোদে অধিক তাপমাত্রায় মাটি গরম হয়ে ৩০ হাজার একর জমিতে বপণকৃত বীজ উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলছে। 
উপজেলাটি পদ্মা, আড়িয়াল খাঁসহ ১০৭টি জলাশয় অধ্যুষিত নিম্নাঞ্চল হওয়ায় প্রতিবছর জ্যৈষ্ঠের শেষ দিক থেকে আষাঢ়ের মাঝামাঝি সময়েই উপজেলার বেশিরভাগ জমিই পানিতে প্লাবিত হয়। ফলে এ উপজেলায় চৈত্র মাসের শুরুতেই পাট আবাদ (বীজ বপণ) শুরু হয়। চলতি বছর পাটের মূল্য ২৭শ’ থেকে ২৯শ’ টাকা হওয়ায় এ বছর কৃষকরা পাট আবাদে হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু এ অঞ্চলে চৈত্র শেষেও কোন বৃষ্টিপাত না হওয়ায় বৃষ্টির উপর নির্ভরশীল ৩০ হাজার একর জমিতেই বীজ গজায়নি। আর সেচের উপর নির্ভরশীল সাড়ে ৭ হাজার একর জমির পাট গজালেও কৃষককে অতিরিক্ত অর্থ ব্যয়ে দফায় দফায় সেচ দিতে হচ্ছে বলে কৃষি কার্যালয় সূত্র জানিয়েছে । 
শিবচর পৌর এলাকার ডিসি রোডের কৃষক অরুণ হাওলাদার বলেন, এই বৎসর পাটের দাম মণ প্রতি ২৭শ’ থেকে ২৯শ’ টাকায় উঠছে। এই লাইগা আমরা হাজার হাজার কৃষক খুব খুশি হইয়া আরো বেশি জমিতে পাট বুনছি। কিন্তু এহন বৃষ্টির লাইগা আমাগো মাঠের পর মাঠের পাট গজাইতেছে না। আমরা এহন কি করমু ? জানি না। সামনের বৈশাখের পর জ্যৈষ্ঠ থিকাই মাঠে জল আইবো। অথচ গত ১ মাস ধইরা বীজ বুইনাও বৃষ্টির অভাবে গজাইতেছে না। 
উৎরাইলের কৃষক এনাছউদ্দিন বলেন, ৬ বিঘা জমিতে সেচ দিতাছি। আর ৩ বিঘা জমি সেচের বাইরে ওই জমিতে ১ মাস ধইরা বীজ ছিডাইয়া রাখছি। যে খড়ার তাপ। এক একবার প্লাবন সেচ দিতে বিঘায় ৭শ’ টাকা খরচ হইতাছে। বৃষ্টি না হইলে পাট কোনভাবেই ভালো হইবো না। কৃষকরা মারা পরবো। 
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, পাটের উপর এ উপজেলার কৃষি অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। বৃষ্টি না হওয়ায় উপজেলার প্রায় ৩০ হাজার একর জমির পাট উৎপাদন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। যার সাথে প্রায় ৩০ হাজার কৃষকের ভাগ্যও জড়িত। উপজেলাটি নিম্নাঞ্চল, তাই দু’মাসের মধ্যে পানিতে প্লাবিত হওয়ার শংকা থাকায় পাট আবাদ চরম হুমকির মধ্যে রয়েছে। 
Read More ... »

উত্তাল পদ্মা :: মাওয়া-কাওড়াকান্দি রুটে ৬টি ফ্লাট ফেরি চলাচল বন্ধ

18 April 2010 :: 03:15pm
ঝড়ো হাওয়ায় পদ্মা উত্তাল হয়ে উঠায় দুর্ঘটনা এড়াতে মাওয়া-কাওড়াকান্দি রুটের ৬টি ফ্লাট ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে মাত্র ৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে। 
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, আজ রোববার সকাল থেকে ঝড়ো হাওয়া শুরু হলে পদ্মা উত্তাল হয়ে উঠায় নিয়ন্ত্রণ রাখতে না পারায় সকাল ৯টা থেকে এরুটের ৬টি ফ্লাট ফেরি ল্যান্টিং, থোবাল, রায়পুরা, যমুনা, রানীগঞ্জ ও টাপলো চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে ২টি রো রো ফেরি, ১টি কে টাইপ, ১টি মিডিয়াম ফেরি দিয়ে যানবাহন পারাপার হয়। এসময় উভয় পাড়ে প্রায় আড়াই শতাধিক যানবাহন আটকে পড়ে। এদিন ঝড়ো হাওয়ার কারণে লঞ্চসহ সকল নৌযান চলাচলই ব্যহত হয়। 
বিআইডব্লিউটিসির সহকারি মহাব্যবস্থাপক মো. আশিকুজ্জামান বলেন, ঝড়ো হাওয়ায় ফ্লাট ফেরি দিয়ে যানবাহন পারাপার ঝুকিপূর্ণ। তাই এই ফেরিগুলো বন্ধ করা হয়েছে। বাতাস কমলেই ফেরিগুলো সচল হবে।
Read More ... »

এসিড সন্ত্রাসের শিকার শিবচরের এক গৃহবধু

17 April 2010 :: 02:03pm
উপজেলার কুতুবপুর ইউনিয়নের সামসুদ্দিন মৌলভীরকান্দি গ্রামে হেলেনা বেগম (৩০) নামের এক গৃহবধু এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। শুক্রবার গভীর রাতে সন্ত্রাসীরা এসিড নিক্ষেপ করলে হেলেনা বেগমের গলা (ঘাড়ের একাংশ), বুক, স্তন ও পা ঝলসে গেছে। তাকে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
পারিবারিক সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার গভীর রাতে (সাড়ে দশটায়) শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সামসুদ্দিন মৌলভীরকান্দি গ্রামের ব্যবসায়ী শওকত শেখের স্ত্রী তিন সন্তানের জননী হেলেনা বেগমের (৩০) শরীরে এসিড ছুড়েন স্থানীয় প্রভাবশালী ছামাদ ঘরামিসহ ৪/৫জন সন্ত্রাসী। এসময় হেলেনার আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে হেলেনাকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 
হেলেনা বেগম কাঁদতে কাঁদতে বলেন, রাত সাড়ে দশটার দিক আমি আর শিশু কন্যা জান্নাত (১) ঘরে বইসা কেক খাইতেছিলাম। হঠাৎ কইরা গালে ও শরীরে পানি ছিডা লাগে। আমি জানালা দিয়া টর্চ মাইরা দেহি ছামাদ ঘরামিসহ ৪/৫জন দৌড়াইয়া যাইতাছে। ততক্ষণে শরীর দেহি পুইড়া যাইতাছে। পরে আশে পাশের মানুষ সারা শরীরে পানি দিছে। প্রায় এক বছর আগে আমি ছামাদ ঘরামির কাছ থিকা সুদে ২০ হাজার টাকা আইনা একজনরে দিছিলাম। এরপর থিকাই হে আমারে কুপ্রস্তাব আর টাকার জন্য চাপ দিতো। 
হেলানার স্বামী শওকত বলেন, ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। ছামাদ ঘরামি অনেকদিন ধইরাই হেলেনারে কুপ্রস্তাব দিতাছিলো। এইজন্যই রাগ হইয়া সম্ভবত সে এসিড মারছে। 
পার্শ্ববর্তী তারা বিবি বলেন, এর আগেও ছামাদ ঘরামি টাহা ও নজর খারাপ দেইখা হেলেনারে আমার বাড়িতে আইয়াই মাইর ধইর করছিলো। কালকো রাইতে হেলেনার চিৎকার হুইনা যাইয়া দেহি ওর মেক্সি পুইরা গেছে , সারা শরীরও অনেক ক্ষতিগ্রস্ত হইছে। 
অভিযুক্ত মো. ছামাদ ঘরামি মোবাইলে জানান, স্যার ওর সাথে আমার টাকার কোন ঝামেলা নাই। এটা আমার সাথে শত্রুতা। অন্য কেউ এই ঘটনা ঘটাইছে। আর দোষ পড়ছে আমার ঘাড়ে। 
কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার বলেন, মানুষ কেমনে মানুষরে এসিড মারে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, ঝলসানোর ধরণ দেখে মনে হচ্ছে এটি দুর্বল এসিড (কার্বলিক বা ব্যাটারির জন্য ব্যবহৃত)। এসিডে তার গলা, বুক, বাম স্তন, মুখের আংশিক ও বাম পা ক্ষতিগ্রস্ত হয়েছে। 
শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল বলেন, এ ব্যাপারে ৩ জনকে আসামি করে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
Read More ... »

স্বাস্থ্য সহকারি পদে অনিয়মের মাধ্যমে নিয়োগ দেয়ার অভিযোগে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স ব্যাপক ভাংচুর চালিয়েছে চাকরিবঞ্চিতরা

15 April 2010 :: 07:11pm
অনিয়মের মাধ্যমে স্বাস্থ্য সহকারি পদে নিয়োগ দেয়ার অভিযোগে আজ (বৃহস্পতিবার) বিকেলে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক ভাংচুর চালিয়েছে চাকরিবঞ্চিতরা। এঘটনায় হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। 
হাসপাতাল সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টার সময় ২৫/৩০ জনের চাকরিবঞ্চিতদের একটি দল মিছিল সহকারে এসে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন কক্ষে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। বিক্ষুব্ধরা স্বাস্থ্য সহকারি পদে দুর্নীতি মানি না , মানবো না স্লোগান দিয়ে হাসপাতালের বিভিন্ন কক্ষের জানালার কাচ ভাংচুর করে। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও স্টাফরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চাকুরি বঞ্চিতরা পালিয়ে যায়। হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 
বিক্ষুব্ধ চাকরিবঞ্চিতরা জানায়, বৃহস্পতিবার মাদারীপুর জেলা স্বাস্থ্য সহকারি পদের ফলাফল প্রকাশ হয়। এতে দেখা যায় অযোগ্যরা ৪/৫ লাখ টাকার মাধ্যমে চাকরিতে নিয়োগ পেয়েছে। তাই আমরা বিক্ষোভ করছি। এই ফলাফল আমরা মানি না। 
কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ আহমেদ জানান, হঠাৎ ২৫/৩০ জনের চাকরিবঞ্চিতরা স্লোগান দিতে দিতে লাঠিসোটা নিয়ে জরুরি বিভাগসহ বিভিন্ন কক্ষে ভাংচুর চালিয়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস জানান, স্বাস্থ্য সহকারি পদে অনিয়মের মাধ্যমে নিয়োগের প্রতিবাদে চাকরিবঞ্চিতরা এ ভাংচুর চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভাংচুরকারীদের সনাক্ত করতে গোয়েন্দারা কাজ শুরু করেছে।
Read More ... »

শিবচরে ৩ ডাকাত এলজিসহ গ্রেফতার ।। হামলায় পুলিশ কর্মকর্তাসহ আহত ২

09-04-2010    11:24am
আজ (শুক্রবার) ভোররাতে শিবচরে ২ বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় ৩ ডাকাতকে একটি এলজি ও ছোড়াসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতদলের হামলায় পুলিশের এসআই শেখ আবদুল্লাহ ও এক এলাকাবাসী আহত হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার ভোররাতে ৮/১০ জনের মুখোশধারী ডাকাতদল চর বাচামারা গ্রামের রাজা মালের বাড়িতে দরজা ভেঙ্গে প্রবেশ করে। ডাকাতরা এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, ৩টি মোবাইল সেটসহ অর্ধ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। বের হয়ে যাওয়ার সময় গৃহকত্রী হামিদা বেগমের কান ছিড়ে কানের দুল নিয়ে যায় ডাকাতদল। এরপর ডাকাতদল পার্শ্ববর্তী বাবলাতলা গ্রামের খালেক মিয়ার বাড়িতে প্রবেশ করে। ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিলের নেতৃত্বে পুলিশের একটি বড় দল কয়েকটি দলে ভাগ হয়ে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাতদলকে ধাওয়া করে। এসময় ডাকাতদলের হামলায় পুলিশের এসআই শেখ আবদুল্লাহসহ ইসমাইল শেখ (৩৫) নামের এক এলাকাবাসী আহত হলেও ইস্রাফিল মাদবর (২৫), নজরুল মাদবর (৩০), চানমিয়া বয়াতি নামের ৩ ডাকাতকে ধরে ফেলে পুলিশ। পরে ওই এলাকা থেকে একটি অত্যাধুনিক এলজি ও একটি ছোড়া উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের দুজনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা ও রাজৈরে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাঙ্গা, রাজৈরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Read More ... »

শিবচরে আন্তঃজেলা ডাকাত সরদার গ্রেফতার

শিবচর থানা পুলিশ উপজেলার শিরুয়াইল ইউনিয়নের শোলাপুর গ্রাম থেকে আজ (মঙ্গলবার) দুপুরে আন্তঃজেলা ডাকাত সরদার সম্রাট মাদবর (৩৮) কে গ্রেফতার করেছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিরুয়াইলের শোলাপুর গ্রাম থেকে ডাকাত সরদার সম্রাট মাদবরকে গ্রেফতার করে হয়। ডাকাত সর্দারের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। তার নামে শিবচর ও ভাঙ্গা থানায় অস্ত্র, ডাকাতি, ধর্ষণসহ প্রায় ৬টি মামলা রয়েছে।
Read More ... »

নিলখী থেকে ৭টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ

গোপন সংবাদের ভিত্তিতে শিবচরের চরমপন্থী অধ্যুষিত নিলখীতে অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। 
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল (মঙ্গলবার) গভীর রাতে চরমপন্থী মনির মোল্লা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড দেলোয়ার হাওলাদারের নেতৃত্বে ৮/১০ জনের স্বসস্ত্র চরমপন্থী পশ্চিম নিলখীতে নাশকতার উদ্দেশ্যে বৈঠকে বসে। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর জানতে পেরে শিবচর থানার এসআই শেখ আবদুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি বৃহৎ দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পালিয়ে যায়। পরে পুলিশ ব্যাপক তল্লাশি চালিয়ে ওই এলাকার জাহাঙ্গীর বেপারির বাড়ির পাশের খড়ের গাদার নিচ থেকে ৭টি তাজা ককটেল উদ্ধার করে। চরমপন্থীদলের সদস্যরা নাশকতামূলক কর্মকান্ডের জন্য এ এলাকায় গোপন বৈঠকে মিলিত হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। ককটেলগুলো শিবচর থানার সামনে বালু ভর্তি বালতিতে রাখা হয়েছে। 
এসআই শেখ আবদুল্লাহ জানান, চরমপন্থীরা কোন নাশকতার জন্য বৈঠকে মিলিত হয়েছিল।
Read More ... »

উমেদপুর ইউনিয়নে অজ্ঞান পার্টির কবলে পড়া যুবক উদ্ধার

শিবচর উপজেলার উম্মেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজার থেকে গতকাল সোমবার রাতে অজ্ঞান পার্টির কবলে পড়া যুবক জসিম গোমস্তাকে (২৮) এলাকাবাসী উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এলাকাবাসী, হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে চান্দেরচর বাজারের রাস্তার পাশ থেকে জসিমকে অজ্ঞান অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। আজ (মঙ্গলবার) বিকেল ৫টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। অজ্ঞান পার্টির সদস্যরা জসিমকে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অচেতন করে ৫ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। জসিম গোমস্তা শিবচরের কেরানীবাটের জালাল গোমস্তার ছেলে।
Read More ... »

ঘাতক স্বামী প্রকাশ্যে ঘুরলেও গ্রেফতার করেনি পুলিশ ।। যৌতুক না পেয়ে সদরপুরে গৃহবধুকে হত্যা করেছে পাষণ্ড স্বামী


যৌতুক না পেয়ে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চরব্রাহ্মণদী গ্রামে নুরজাহান বেগম (২০) নামের এক গৃহবধুকে হত্যা করেছে পাষণ্ড স্বামী । এ মৃত্যুতে স্বামীর অত্যাচারের বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েও ঘাতক স্বামী রাজ্জাক পুলিশের সামনে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করেনি। নিহত নুরজাহান দৈনিক নয়া দিগন্তের ঢাকা বিভাগীয় সম্পাদক ও সাব এডিটর হাসান পারভেজ হৃদয়ের ছোট বোন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, গত দুই মাস আগে (৫ ফেব্রুয়ারি) মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচরের আ. হামিদ হাওলাদারের ছোট মেয়ে নুরজাহান বেগমের সাথে ফরিদপুর জেলার সদরপুরের চরব্রাহ্মণদী গ্রামের আ. খালেক আকনের ছেলে রাজ্জাক আকনের বিয়ে হয় । বিয়ের সময় রাজ্জাকের দাবী অনুযায়ী তাকে শ্বশুর বাড়ির পক্ষ থেকে একটি নতুন মটরসাইকেল ও কন্যাকে গহনা দেয়া হয়। কিন্তু বিয়ের দিন শ্বশুরালয়ে এসে যৌতুকলোভী আরো ৫০ হাজার টাকা দাবি করে। কিন্তু এ টাকা দিতে শ্বশুর বাড়ি থেকে আপত্তি জানালে বিয়ে বাড়িতেই কলহ হয়। অবশেষে রাজ্জাক নববধু ও নতুন মটরসাইকেল নিয়েই নিজ বাড়িতে আসে । কিন্তু বাসর রাতেই নুরজাহানের ভাগ্যে নেমে আসে বর্বর অত্যাচার। সারারাত বাইরে বসিয়ে রেখে পরদিনই নুরজাহানকে ফেরৎ পাঠানো হয় বাবার বাড়ি। তাও নুরজাহানের ভাবীকে রাজ্জাকের বাড়ির সকলের সামনে করজোড়ে মাফ চেয়ে ফেরৎ আনতে হয়। পরে এ নিয়ে দীর্ঘ সালিশ বৈঠকের পর সদরপুরের প্রভাবশালী নেতা মনির মীরের মধ্যস্থতায় ৭ দিন পর নুরজাহানকে শ্বশুর বাড়িতে ফেরৎ আনা হয়। এরপরই শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। বারবার যৌতুক দাবি করে রাজ্জাক নুরজাহানকে হত্যার হুমকি দেয়। এরই সূত্র ধরে সোমবার মধ্যরাতে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরজাহানের মুখ গামছা দিয়ে বেধে চুল বাঁধার ফিতা দিয়ে গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে রাখে পাষণ্ড রাজ্জাক। নুরজাহানকে হত্যার পর তৈরি করা হয় আত্মহত্যা নাটকের। ডাকা হয় প্রতিবেশীসহ চেয়ারম্যান ও গণ্যমান্যদের। আর এ সকল মানুষদের ও পরিবারের সদস্যদের দেয়া তথ্যেও ছিল বিস্তর গড়মিল।
সরেজমিনে রাজ্জাকের বাড়ি গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে শোয়ানো নুরজাহানের নিথর মৃতদেহ। তার মুখ গামছা দিয়ে বাধা ও গলায় চুল বাধার ফিতা পেচানো । দুই চৌকিদার হারিছ মিয়া ও নিয়ামত আলীসহ ইউপি চেয়ারম্যান আবু জাফর বসা।
ইউপি চেয়ারম্যান আবু জাফর পরিবারটি ও রাজ্জাকের ব্যাপারে বিরূপ মন্তব্য করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। ওসির পরামর্শে দরজা ভেঙ্গে লাশটি উদ্ধারের নির্দেশ দেয়ার কিছুক্ষণ পর দেখি চৌকিদার দুজন ভেতরের কাটা টিনের বেড়া দিয়ে দরজা খুলেছে। ঘরের ভেতরে যেয়ে দেখি নুরজাহানকে সোফার উপর হাঁটু ভাঙ্গাবস্থায় ঝুলানো ও পাশের টিন কাটা দেখি। যেভাবে হাঁটু ভেঙ্গে সোফার উপর ছিল। কিভাবে এতে ফাঁস খায় বুঝতে পারলাম না।
নিয়ামত চৌকিদার ও হারিছ মিয়া টিনের বেড়াটি নিজেরা কাটেননি তবে হাত দিয়ে টেনে ছিড়েছেন বলে বলেন, আমরা প্রথমে সামনের দরজা ভাঙ্গতে চেষ্টা করেছি, না পেরে টিনের বেড়া হাত দিয়েই টেনে ছিড়েছি। তবে টিন কাটা বা ছেড়ার বিষয়টি উঠানে বসা ইউপি চেয়ারম্যান দেখেননি বলে জানান। এলাকাবাসীর ধারণা হত্যাকাণ্ডটি ধামাচাপা দিতে নুরজাহানকে হত্যার পর টিন কেটে গা ঢাকা দেয় রাজ্জাক।
এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, মুখে গামছা পেঁচানো এবং গলায় ফিতা পেচানো অবস্থায় নুরজাহানের লাশ উদ্ধার করা হয়েছে। মেয়েটির কোমড়ে একটি চিরকুট পাওয়া গেছে। যাতে লেখা রয়েছে 'আমার এক চোখে কাঁদায়, এক চোখে ঘুম আসে। মুখে যা আসে তাই বলে, মারামারি করে প্রতিদিন।'
উপস্থিত দুই চৌকিদারকে দিয়ে আপাতত অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মূল মামলা দায়ের হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, রাজ্জাক চরম বখাটে। ওর এক ভাই ভারতে পলাতক। আরেক ভাই আদম ব্যবসায়ী। সেও পলাতক। রাজ্জাক বিয়ের পর প্রতিদিনই বউকে মারধর করতো।
এদিকে নুরজাহানের পরিবারে কান্নার রোল পড়েছে । মেয়েকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা রহিমুন্নেছা। বাকরুদ্ধ পিতা। বোনকে হারিয়ে ছোট ভাই আবুল হোসেনের উচ্চ মাধ্যমিক পরীক্ষ অনিশ্চিত।
নুরজাহানের ভাই সাংবাদিক হাসান পারভেজ হৃদয় জানান, যৌতুকের কারণে ধারাবাহিক নির্যাতনের পর ওরা আমার বোনকে মেরেই ফেললো। পুলিশ হাতের কাছেও রাজ্জাককে পেয়েও ধরেনি। বরং ওর ভাগ্নে পুলিশের সামনেই আমাদের উপর হামলা চালিয়েছে। পুলিশ যেন দর্শক। আমার বোনের গলায় চিকন দড়ির ফাঁসসহ মুখ বাধা ছিল। দুই হাত, সারা শরীর নীল বর্ণ। শরীরের বিভিন্ন অংশে মাংস ও রক্ত জমাট বাধা। পেটে আঘাতের চিহ্ন। বাম গালের পাশে ছিট ছিট। এরপরও পুলিশের সামনে দিয়ে ঘাতক রাজ্জাক ঘুরে বেড়ালো পুলিশ ধরলো না।
Read More ... »

উমেদপুর ইউনিয়নে লাখ টাকার পান চুরি

শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামে মনাই ফকিরের পানের বরজ থেকে সোমবার গভীর রাতে সংঘবদ্ধ একটি চক্র লাখ টাকার পান চুরি করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, মনাই ফকিরের পানের বরজ থেকে সংঘবদ্ধ দলটি চুরি করে পালানোর সময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করলে ঐ দলের সদস্য ফারুক (৪০) নামে এক চোরকে আটক করে। উত্তেজিত এলাকাবাসী তাকে মেরে শিবচর থানায় পাঠায়। এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা হয়েছে।
Read More ... »

ভান্ডারীকান্দি ইউনিয়নে দুই গ্রামবাসীর সংর্ঘষে মহিলাসহ আহত ১৩

শিবচরে ভান্ডারীকান্দি ইউনিয়নের ঢালীকান্দি গ্রামে সোমবার সন্ধ্যায় ফুট খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মহিলা ও শিশুসহ প্রায় ১৩ জন আহত হয়েছে। 
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা যায়, গতকাল (সোমবার) সন্ধ্যায় ঢালিকান্দি গ্রামের বেলায়েত হোসেনের সাথে বাশঁকান্দি গ্রামের রিপন হাওলাদারের সাথে ফুট খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ঐ দুই গ্রামের মধ্যে সংঘর্ষে সরাফউদ্দিন মল্লিক (৪০), সাহাবুদ্দিন মল্লিক (৪৫), বেলায়েত হোসেন (২০), সোহেল (১৮), কুসুম (৩৩), রিনা (১১), তেহাম (৮), শফি হাওলাদার (৩৭) , কিনাই মাদবর (২৪) প্রমুখ গুরুতর আহত হয়। আহতদেরকে প্রথমে শিবচর পরে ৪ জনকে আজ (মঙ্গলবার) সকালে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় উভয়পক্ষ দুইটি লিখিত অভিযোগ করেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল বলেন, এটা কোন বড় ধরণের সংঘর্ষ না।
Read More ... »

শিবচরে কৃতিজন ও কৃতিশিক্ষার্থী সংবর্ধনা

আজ শুক্রবার বিকেলে শিবচরে বেগম রাবেয়া গণ-গ্রন্থাগার আয়োজনে কৃতিজন ও কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বিকেলে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে বাজিতপুর হাজেরা খাতুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বেগম রাবেয়া গণ-গ্রন্থাগার এর আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কৃতিজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া আসিফ কর্পোরেশন জ্ঞানাঙ্কুর প্রতিযেগিতার পুরস্কার বিতরণ ও গ্রন্থাগার সম্পর্কিত আলোচনা করা হয়।
মো. শাহাবুদ্দিন শিকদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর মিয়া। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান।
আরও বক্তব্য রাখেন- অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বার আখন্দ, শিবচর প্রেস ক্লাবের সভাপতি এ কে এম নাসিরুল হক, নুর মোহাম্মদ মল্লিক, বিএম মাহাবুবুর রহমান বাদল, মো. রিপন মাদবর, মাওলানা আবদুল হক, শাহ আলম মিয়া প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানব জমিনের স্পোর্টস রিপোর্টার মনিরুজ্জামান মিন্টু। রাবেয়া গণ-গ্রন্থাগারে বই দিয়ে দৈনিক মানব জমিনের যুগ্ম সম্পাদক সাযযাত কাদির আজীবন সদস্য পদ লাভ করেন। এছাড়া আরও অনেকেই নির্ধারিত চাঁদা দিয়ে গণগ্রন্থাগারের আজীবন সদস্য পদ লাভ করেন। 
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন