শিবচর উপজেলার উম্মেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজার থেকে গতকাল সোমবার রাতে অজ্ঞান পার্টির কবলে পড়া যুবক জসিম গোমস্তাকে (২৮) এলাকাবাসী উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এলাকাবাসী, হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে চান্দেরচর বাজারের রাস্তার পাশ থেকে জসিমকে অজ্ঞান অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। আজ (মঙ্গলবার) বিকেল ৫টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। অজ্ঞান পার্টির সদস্যরা জসিমকে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অচেতন করে ৫ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। জসিম গোমস্তা শিবচরের কেরানীবাটের জালাল গোমস্তার ছেলে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment