সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

ভান্ডারীকান্দি ইউনিয়নে দুই গ্রামবাসীর সংর্ঘষে মহিলাসহ আহত ১৩

শিবচরে ভান্ডারীকান্দি ইউনিয়নের ঢালীকান্দি গ্রামে সোমবার সন্ধ্যায় ফুট খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মহিলা ও শিশুসহ প্রায় ১৩ জন আহত হয়েছে। 
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা যায়, গতকাল (সোমবার) সন্ধ্যায় ঢালিকান্দি গ্রামের বেলায়েত হোসেনের সাথে বাশঁকান্দি গ্রামের রিপন হাওলাদারের সাথে ফুট খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ঐ দুই গ্রামের মধ্যে সংঘর্ষে সরাফউদ্দিন মল্লিক (৪০), সাহাবুদ্দিন মল্লিক (৪৫), বেলায়েত হোসেন (২০), সোহেল (১৮), কুসুম (৩৩), রিনা (১১), তেহাম (৮), শফি হাওলাদার (৩৭) , কিনাই মাদবর (২৪) প্রমুখ গুরুতর আহত হয়। আহতদেরকে প্রথমে শিবচর পরে ৪ জনকে আজ (মঙ্গলবার) সকালে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় উভয়পক্ষ দুইটি লিখিত অভিযোগ করেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল বলেন, এটা কোন বড় ধরণের সংঘর্ষ না।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন