18 April 2010 :: 03:15pm
ঝড়ো হাওয়ায় পদ্মা উত্তাল হয়ে উঠায় দুর্ঘটনা এড়াতে মাওয়া-কাওড়াকান্দি রুটের ৬টি ফ্লাট ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে মাত্র ৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে।
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, আজ রোববার সকাল থেকে ঝড়ো হাওয়া শুরু হলে পদ্মা উত্তাল হয়ে উঠায় নিয়ন্ত্রণ রাখতে না পারায় সকাল ৯টা থেকে এরুটের ৬টি ফ্লাট ফেরি ল্যান্টিং, থোবাল, রায়পুরা, যমুনা, রানীগঞ্জ ও টাপলো চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে ২টি রো রো ফেরি, ১টি কে টাইপ, ১টি মিডিয়াম ফেরি দিয়ে যানবাহন পারাপার হয়। এসময় উভয় পাড়ে প্রায় আড়াই শতাধিক যানবাহন আটকে পড়ে। এদিন ঝড়ো হাওয়ার কারণে লঞ্চসহ সকল নৌযান চলাচলই ব্যহত হয়।
বিআইডব্লিউটিসির সহকারি মহাব্যবস্থাপক মো. আশিকুজ্জামান বলেন, ঝড়ো হাওয়ায় ফ্লাট ফেরি দিয়ে যানবাহন পারাপার ঝুকিপূর্ণ। তাই এই ফেরিগুলো বন্ধ করা হয়েছে। বাতাস কমলেই ফেরিগুলো সচল হবে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment