29 April 2010 :: 10:13am
শিবচরের পদ্মা, আড়িয়াল খাঁসহ সকল নদ-নদী খাল-বিলে গত ২৪ ঘণ্টায় অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে ধান ও বাদামের ক্ষেত প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলে পানি বৃদ্ধি পাচ্ছে বলে কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষকরা জানান, গত ২৪ ঘণ্টায় শিবচরের নদ-নদী খাল-বিলে প্রায় এক থেকে দেড় হাত পানি বৃদ্ধি পেয়েছে। ফলে শিবচর পৌরসভা, বাঁশকান্দি, উৎরাইলসহ চরাঞ্চলের নদী তীরবর্তী প্রায় ৩ হাজার পাঁচশ বিঘা জমির আধা পাকা ধান ও প্রায় ২ হাজার ১শ বিঘার বাদাম প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলে আগেভাগেই নিম্নাঞ্চলের ধান প্লাবিত হওয়ায় ফসল সম্পূর্ণ বিনষ্ট না হলেও উৎপাদন চরমভাবে ব্যহত হওয়ার শংকা দেখা দিয়েছে। মাঠে পানি চলে আসায় কৃষক আধা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় শিবচরের নদী-খাল-বিলে প্রায় দেড় হাত পানি বেড়ে নতুন নতুন মাঠ প্লাবিত হয়ে এই পর্যন্ত প্রায় ৩ হাজার সাতশ বিঘা ধান ও প্রায় ২ হাজার একশ বিঘা জমির বাদাম প্লাবিত হয়েছে।

0 মন্তব্য(সমূহ):
Post a Comment