বন্দরখোলা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই
২৭ ডিসেম্বর, ২০১০:: আজ সোমবার সন্ধ্যায় শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজীরসুরা গ্রামে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ভস্মীভুত হয়েছে। জানা যায়, কাজীরসুরা গ্রামের আদেল খলিফার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটলে সিরাজ দর্জির ২টি ঘর, কামাল বেপারির ১টি ঘরসহ ৪টি বসতঘর আগুনে পুড়ে যায়। এ সময় ঘরে রাখা ৪১ মণ পাট, ১৭ মণ রবিশস্যসহ প্রায় লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়। এলাকাবাসীর ২ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফেরি রানীক্ষেত ডুবোচরে আটকা
২৭ ডিসেম্বর, ২০১০:: আজ সোমবার বিকেল ৩টায় ১৮টি যানবাহন ও সহস্রাধিক যাত্রী নিয়ে মাওয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরি রানীক্ষেতে হাজরা ক্রোস চ্যানেলের মুখে আটকা পড়ে। সন্ধ্যা ৭টায় আইটি-র মাধ্যমে ফেরিটি উদ্ধার করে কাওড়াকান্দি ফেরিঘাটে নিয়ে আসা হয়। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে নদীর পানি অস্বাভাবিকভাবে কমতে থাকায় প্রতিদিন দফায় দফায় আটকা পড়ছে রো রো ফেরিসহ ডাম ফেরিগুলো। এর ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার হাজার হাজার যাত্রীগণ।
শিবচরে বিদেশী পিস্তলসহ ৩ যুবক আটক
২৩ ডিসেম্বর, ২০১০:: আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচর থানার পুলিশ ভান্ডারীকান্দি ইউনিয়নের ক্রোকচর নতুন বাজার থেকে আমেরিকার তৈরি একটি বিদেশী ৯এমএম পিস্তলসহ ৩ যুবককে আটক করেছে। জানা যায়, ক্রোকচর বাজারে ইকবাল হোসেন (৩০), খলিল (২৫), বিপ্লব (২৬) বৃহস্পতিবার সন্ধ্যায় অবস্থান নেয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার পুলিশ এসআই আনোয়ার ও এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে ক্রোকচর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ তিন যুবককে আটক করে তাদের দেহের বিভিন্ন স্থানে তল্লাসি চালিয়ে পিস্তলটি উদ্ধার করে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ: রাজ্জাক পিপিএম জানান, সন্ত্রাসী ইকবাল ঢাকার টপ টেরর ডাকাত শহিদের সহযোগী। এ ব্যাপারে শিবচর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পদ্মা সেতুর ভেড়িবাঁধ সম্প্রসারণে শিবচরে আরো ১২০ একর জমি অধিগ্রহণ
২৩ ডিসেম্বর, ২০১০:: পদ্মা সেতু প্রকল্পের ভেড়িবাঁধ সম্প্রসারণ হবে। তাই সম্প্র্রসারিত অংশে অবৈধভাবে নতুন স্থাপনা তুলে সরকারের টাকা আত্মসাতের পাঁয়তারা করছে প্রতারকরা। এ অপতৎপরতা ঠেকাতে শিবচর অংশে ভেড়িবাঁধে সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের সঙ্গে সেতু কর্তৃপক্ষ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সতর্কীকরণ সভা চলছে। কিন্তু এর মাঝেও বেপরোয়া প্রতারকচক্র। সভাস্থলের মাত্র ১শ গজের মধ্যেই প্রতারক চক্র নির্মাণ করছে ঘর। একটি দুটি নয়, শত শত ঘর। আজ বৃহস্পতিবার শিবচরের মাদবরচর ইউনিয়নের পুরাতন জাহাজঘাটে সভাটি চলার সময় এ দৃশ্য দেখা গেছে। সভাশেষে সেতু কর্তৃপক্ষ ওই এলাকায় নতুন করে জমি অধিগ্রহণের লক্ষ্যে তালিকা করতে গিয়ে প্রথম বাড়ি অর্থাৎ মান্নান হাওলাদারের বাড়িতে গিয়েও ৩টি নতুন নির্মাণাধীন ঘর দেখতে পায়।
জানা যায়, পদ্মা সেতুর জন্য নতুন করে শিবচরের মাদবরচর ইউনিয়নে ১২০ একর জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। এ খবর আগে থেকে জানতে পেরে কোটি কোটি টাকা আত্মসাতের জন্য শিবচরের এই এলাকায় একটি প্রতারকচক্র শত শত নতুন ঘর-বাড়ি নির্মাণ শুরু করে। এ খবর জানতে পেরে আজ বৃহস্পতিবার দুপুরে মাদবরচরের জাহাজঘাট মসজিদের সামনে সেতু কর্তৃপক্ষ ও প্রশাসন স্থানীয়দের সঙ্গে এক সভায় মিলিত হয়। সভায় নতুনভাবে অধিগ্রহণ হতে যাওয়া এই ১২০ একর জমিতে নতুন স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানায়। নতুনভাবে নির্মিত ঘর-বাড়ি ও স্থাপনা সরিয়ে নিতে কঠোর নির্দেশ দেয় কর্তৃপক্ষ। নতুন ঘর-বাড়ি নির্মাণ হলে সেগুলো জব্দ করা হবে বলে ঘোষণা দেন কর্মকর্তারা। সভায় অংশগ্রহণকারীদের হাতে সরকারি গেজেটের কাগজ দিয়ে কঠোর নির্দেশনা সংক্রান্ত বক্তব্য রাখেন পদ্মা সেতুর পুনর্বাসন বিশেষজ্ঞ মো. আক্তার হোসেন, মো. তোফাজ্জেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শরীফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস প্রমুখ।
বন্দরখোলায় সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রী আহত
২৩ ডিসেম্বর, ২০১০:: শিবচরে স্বামী ও স্ত্রীকে পূর্বশত্রুতার জের ধরে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে কতিপয় সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাতে বন্দরখোলা ইউনিয়নের সেতু হাওলাদারের কান্দি গ্রামে। জানা যায়, করিম খা ও মজিদ মিয়াসহ আরও ৪-৫ সন্ত্রাসী রশিদ হাওলাদারের বাড়িতে প্রবেশ করে ডাকাডাকি শুরু করলে রশিদ ও তার স্ত্রী সালমা বেগম ঘর থেকে বাইরে আসে। মুহূর্তেই সন্ত্রাসীরা স্বামী ও স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে বাড়ির আঙিনায় ফেলে রেখে যায়।
শিবচরে টেম্পু চাপায় শিশু নিহত
১৯ ডিসেম্বর, ২০১০:: আজ রবিবার সন্ধ্যায় শিবচর-মাদারীপুর সড়কের যাদুয়ারচর নামক স্থানে আলী হোসেনের ছেলে মোহাম্মদ আরাফাত (৫) গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা গেছে। পুলিশ গাড়িটি আটক করেছে।
Read More ... »
দত্তপাড়ায় অগ্নিকাণ্ডে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
১৯ ডিসেম্বর, ২০১০:: আজ রবিবার সন্ধ্যায় শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে বাদশাকান্দি গ্রামে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
জানা যায়, চর বাচামারা গ্রামের খলিল শেখের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটলে দেলোয়ার শেখের ২টি, কহিনুর শেখের ১টি, রিজু শেখের ১টি, করিম শেখের ২টি, খলিল শেখের ২টি ঘরসহ দশটি ঘর আগুনে পুড়ে যায়। এ সময় ঘরে রাখা ৮১ মণ পাট, ৩৩ মণ রবিশস্য, নগদ ৭৩ হাজার টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামালা অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়। এলকাবাসীর ২ ঘণ্টা আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, চর বাচামারা গ্রামের খলিল শেখের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটলে দেলোয়ার শেখের ২টি, কহিনুর শেখের ১টি, রিজু শেখের ১টি, করিম শেখের ২টি, খলিল শেখের ২টি ঘরসহ দশটি ঘর আগুনে পুড়ে যায়। এ সময় ঘরে রাখা ৮১ মণ পাট, ৩৩ মণ রবিশস্য, নগদ ৭৩ হাজার টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামালা অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়। এলকাবাসীর ২ ঘণ্টা আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শিবচর পৌরসভা নির্বাচন-২০১১:মেয়র পদে ৫জন,কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
১৮ ডিসেম্বর, ২০১০:: আজ শনিবার শিবচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন এবং কাউন্সিলর পদে ২৯ জন মানোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে যুবলীগ নেতা আকতার হোসেন খান একমাত্র প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, শিবচর পৌরনির্বাচনে মেয়র পদে সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ. লতিফ মোল্লা, শিবচর পৌরসভা বিএনপির সভাপতি মোঃ কবির গোমস্তা, শিবচর উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ শাহাদাত হোসেন, মোঃ শাহাজাহান মোল্লা ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ বোরহান খান।
এছাড়া কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডে: মোঃ আক্তার হোসেন খান; ২নং ওয়ার্ডে: মোঃ ভুট্টো মোল্লা, ও মোঃ শাজাহান মোল্লা; ৩নং ওয়ার্ডে কাজী মনিরুজ্জামান লিটন, শংকর চন্দ্র ঘোষ, শাহাদাত হোসেন খান, মোঃ তানজিল গোমস্তা; ৪নং ওয়ার্ডে: আলহাজ্ব মোঃ হানিফ খালাসি (কুট্টি খালাসি), আবদুল মান্নান বেপারী, মোঃ শাহীন গোমস্তা, মোফাজ্জেল হোসেন খান, মোঃ রফিকুল ইসলাম চঞ্চল; ৫নং ওয়ার্ডে: মোঃ মশিউর রহমান খান (মোস্তাক খান), মোঃ ইমরান খান; ৬নং ওয়ার্ডে: মোঃ দেলোয়ার হোসেন (দিলু গোমস্তা), মোঃ মোসলেম মোল্লা ও জেনিফার ফেরদৌস; ৭নং ওয়ার্ডে: মোঃ ওসমান খান, মোঃ শহিদুল ইসলাম, রেজোয়ানুল ইসলাম, মোঃ ইলিয়াস বেপারী, মোঃ নজরুল ইসলাম ও মোঃ নোয়াব বেপরী; ৮নং ওয়ার্ডে: সৈয়দ মোঃ আশরাফ উদ্দিন, মোঃ আজিজুর রহমান ও সেলিম শেখ; ৯নং ওয়ার্ডে: আবদুল কাদের খান মিলু, গোলাম মোস্তফা ও এ এফ এফ সামসুর রহমান।
এছাড়া সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ১-২-৩নং ওয়ার্ডে: মাকসুদা আক্তার (নিলু), নিলুফা ইয়াসমিন ও হেলেনা বেগম; ৪-৫-৬নং ওয়ার্ডে: রানু বেগম, সুহাদা আক্তার, শাহানারা বেগম; ৭-৮-৯নং ওয়ার্ডে: মজিদা মোস্তফা ও জাহানারা বেগম।
সুন্দরবনকে ভোট
১৬ ডিসেম্বর, ২০১০:: বিজয় দিবসের দিনে বৃহস্পতিবার সুন্দরবনকে সপ্তাশ্চর্য হিসেবে বিজয়ী করতে মাদারীপুরের শিবচরে প্যারেড মাঠে সরাসরি ভোটগ্রহণ করা হয়েছে।
জানা যায়, সুইজারল্যান্ডভিত্তিক নিউ ওপেন ওয়ার্ল্ড ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচনে ইন্টারনেট ও এসএমএসের মাধ্যমে বিশ্বজুড়ে ভোট গ্রহণ চলছে। এ প্রতিযোগিতায় সুন্দরবনকে বিজয়ী করতে বৃহস্পতিবার শিবচরের হাতির বাগান প্যারড মাঠের এক পাশে সরাসরি এ ভোটের আয়োজন করে ন্যাচারাল ক্যাম্পেইন বাংলাদেশের মাদারীপুর শাখা। সকালে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অসংখ্য কৌতূহলী মানুষকে ভোট দিতে দেখা যায়।
মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুট :: ঘনকুয়াশায় ৭ ঘণ্টা ফেরিসহ নৌযান চলাচল বন্ধ
১৬ ডিসেম্বর, ২০১০:: ঘন কুয়াশায় মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ৭ ঘণ্টা ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ নদীতে রুটটির সকল ফেরি নোঙ্গর করে রাখায় কনকনে শীতে যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগ পোহায়।
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বুধবার রাত বাড়ার সাথে সাথে ঘনকুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় সিগন্যাল বাতি দেখতে না পাওয়ায় রাত ৩ টায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় রুটটির সব কয়টি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করে রাখা হয়। ফেরিগুলোতে প্রায় দেড় শতাধিক পরিবহনের শিশু ও নারীসহ অন্তত প্রায় ৫ সহস্রাধিক যাত্রী আটকা পড়ে নদী-বুকের কনকনে শীতে চরম দূর্ভোগ পোহায়। বেলা বাড়ার সাথে সাথে ঘনকুয়াশার প্রকোপ কমলে আজ বৃহস্পতিবার সকাল দশটায় ফেরিসহ সকল নৌ চলাচল স্বাভাবিক হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় ঘাটে দু’শতাধিক যানবাহন আটকে ছিল।
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট টার্মিনাল সহকারি মোঃ সেলিম আহমেদ বলেন, রাত ৩টা থেকে ফেরিসহ সকল নৌ চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৭ টায় ১০ মিনিটের জন্য চালু হয়েছিল। এরপর আবার বন্ধ হয়ে যায়।
কাওড়াকান্দি-ভাঙ্গা রুটে লোকালবাস ও মাইক্রো চলাচল বন্ধ
১৫ ডিসেম্বর, ২০১০:: লোকাল বাস ও মাইক্রোবাস শ্রমিকদের সংঘর্ষের জের ধরে আজ বুধবার সকাল থেকে কাওরাকান্দি-ভাঙ্গা হয়ে সাত রুটে লোকাল বাস-মাইক্রোবাস চলাচল বন্ধ রয়েছে। দফায় দফায় সংঘর্ষে এ পর্যন্ত পাঁচটি যানবাহন ভাঙচুর ও ১০ শ্রমিক আহত হয়েছেন। হঠাৎ সাত রুটে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েন।
জানা যায়, মঙ্গলবার রাতে ফরিদপুরের ভাঙ্গা মোড়ে যাত্রী ওঠানো নিয়ে লোকাল বাস শ্রমিকদের সঙ্গে কাওরাকান্দির মাইক্রোবাসচালকদের সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে বুধবার সকালে ভাঙ্গা মোড়ে বাস শ্রমিকরা কাওরাকান্দির ১৫ চালককে মারধর করে। এ সময় তিনটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। খবর পেয়ে শিবচরের কাওরাকান্দি ঘাটে ভাঙ্গার দুটি বাস ভাঙচুর করে কাওরাকান্দির মাইক্রোবাস শ্রমিকরা। হামলায় বেলাল মিয়া, রাসেল মাদবর, মিন্টু মিয়া, কাইয়ুম, তুষার, মামুন, কবিরসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়।কাওরাকান্দি মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি খোকা মাদবর বলেন, গত রাতে ভাঙ্গায় বাস শ্রমিকদের ওপর হামলা চালানো হয়। তারপর আবার আজ বুধবার সকাল থেকে ভাঙ্গা মোড়ে বাস শ্রমিকরা ১০ মাইক্রোবাসচালককে মেরে আহত করেছে। ভাঙ্গা বাস মালিক সমিতির নেতা ফাইজুর রহমান বলেন, গত রাতে ভাঙ্গায় কাওরাকান্দির মাইক্রোচালকরা ভাঙ্গার বাস শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। তাই আজ বাস শ্রমিকরা মাইক্রোবাস চলতে দিচ্ছে না।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
পদ্মায় ফের স্পিডবোট দুর্ঘটনা, আহত ১০
১৫ ডিসেম্বর, ২০১০:: কাওড়াকান্দি-মাওয়া নৌপথে শিবচরের কাঠালবাড়ি এলাকায় গত মঙ্গলবার রাতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনায় স্পিডবোট দুটি ডুবে যায়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাতের আঁধারে আলো ছাড়া পদ্মা নদী পার হতে গিয়ে অহরহ এমন দুর্ঘটনা ঘটছে। ৮ ডিসেম্বর রাতে একই এলাকায় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক পরিদর্শকসহ দুজন মারা যান। এ ব্যাপারে প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়ায় ছয় দিনের মাথায় ফের এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন মনে করছে।
প্রতক্ষ্যদর্শী মো. খায়রুজ্জামান জানান, গতকাল সন্ধ্যার অনেক পরে ১২ জন যাত্রী নিয়ে মাওয়া থেকে একটি স্পিডবোট কাওড়াকান্দি ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। আর কাওড়াকান্দি থেকে যাত্রী নামিয়ে একটি খালি স্পিডবোট মাওয়ার উদ্দেশে রওনা দেয়। পদ্মার সরু চ্যানেলে ঢুকতেই দুটি বোটের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে যাত্রীরা ছিটকে পানিতে পড়ে যায়। পরে পেছন থেকে আসা একটি স্পিডবোট ও ট্রলার ভাসমান যাত্রীদের উদ্ধার করে কাওড়াকান্দি তীরে নিয়ে আসে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক রাতের আঁধারে স্পিডবোট চলাচল করায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে স্বীকার করেছেন। সন্ধ্যার পরে চলাচলকারী স্পিডবোটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
শিবচর পৌরসভায় লতিফ মোল্লা আ. লীগের মেয়র পদপ্রার্থী
শিবচর পৌরসভা নির্বাচনে সাবেক পৌর চেয়ারম্যান আ. লতিফ মোল্লাকে মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়াও কাউন্সিলর পদে আটজনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
পৌর নির্বাচনে দলের মনোনয়ন কমিটির ১১ সদস্য শনিবার বিকেলে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করেন। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আটটি ওয়ার্ডে আটজনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডে মো. আক্তার হোসেন খান, ২ নম্বর ওয়ার্ডে মো. ভুট্টো মোল্লা, ৩ নম্বর ওয়ার্ডে মো. শাকিল খান, ৪ নম্বর ওয়ার্ডে আলহাজ মো. হানিফ খালাসি (কুট্টি খালাসি), ৫ নম্বর ওয়ার্ডে মো. মশিউর রহমান খান মোস্তাক খান, ৭ নম্বর ওয়ার্ডে মো. ইলিয়াস মিয়া, ৮ নম্বর ওয়ার্ডে সৈয়দ মো. আশরাফ মীর, ৯ নম্বর ওয়ার্ডে বর্তমান ভারপ্রাপ্ত মেয়র কাউন্সিলর আবদুল কাদের খান মিলু।
শিবচরে ইজি বাইকের চাপায় শিশু নিহত
১২ ডিসেম্বর, ২০১০:: আজ রবিবার সন্ধ্যায় শিবচর-পাঁচ্চর সড়কের খেজুরতলা নামক স্থানে ইজি বাইকের চাপায় শংকর কণ্ডুর শিশুপুত্র সাগর (৫) ঘটনাস্থলে নিহত হয়েছে। পুলিশ গাড়িটি আটক করেছে।
Subscribe to:
Comments (Atom)


