২৭ ডিসেম্বর, ২০১০:: আজ সোমবার বিকেল ৩টায় ১৮টি যানবাহন ও সহস্রাধিক যাত্রী নিয়ে মাওয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরি রানীক্ষেতে হাজরা ক্রোস চ্যানেলের মুখে আটকা পড়ে। সন্ধ্যা ৭টায় আইটি-র মাধ্যমে ফেরিটি উদ্ধার করে কাওড়াকান্দি ফেরিঘাটে নিয়ে আসা হয়। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে নদীর পানি অস্বাভাবিকভাবে কমতে থাকায় প্রতিদিন দফায় দফায় আটকা পড়ছে রো রো ফেরিসহ ডাম ফেরিগুলো। এর ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার হাজার হাজার যাত্রীগণ।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment