১৯ ডিসেম্বর, ২০১০:: আজ রবিবার সন্ধ্যায় শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে বাদশাকান্দি গ্রামে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
জানা যায়, চর বাচামারা গ্রামের খলিল শেখের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটলে দেলোয়ার শেখের ২টি, কহিনুর শেখের ১টি, রিজু শেখের ১টি, করিম শেখের ২টি, খলিল শেখের ২টি ঘরসহ দশটি ঘর আগুনে পুড়ে যায়। এ সময় ঘরে রাখা ৮১ মণ পাট, ৩৩ মণ রবিশস্য, নগদ ৭৩ হাজার টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামালা অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়। এলকাবাসীর ২ ঘণ্টা আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, চর বাচামারা গ্রামের খলিল শেখের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটলে দেলোয়ার শেখের ২টি, কহিনুর শেখের ১টি, রিজু শেখের ১টি, করিম শেখের ২টি, খলিল শেখের ২টি ঘরসহ দশটি ঘর আগুনে পুড়ে যায়। এ সময় ঘরে রাখা ৮১ মণ পাট, ৩৩ মণ রবিশস্য, নগদ ৭৩ হাজার টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামালা অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়। এলকাবাসীর ২ ঘণ্টা আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment