সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

শিবচর পৌরসভা নির্বাচন-২০১১:মেয়র পদে ৫জন,কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

১৮ ডিসেম্বর, ২০১০:: আজ শনিবার শিবচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন এবং কাউন্সিলর পদে ২৯ জন মানোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে যুবলীগ নেতা আকতার হোসেন খান একমাত্র প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হন। 

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, শিবচর পৌরনির্বাচনে মেয়র পদে সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ. লতিফ মোল্লা, শিবচর পৌরসভা বিএনপির সভাপতি মোঃ কবির গোমস্তা, শিবচর উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ শাহাদাত হোসেন, মোঃ শাহাজাহান মোল্লা ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ বোরহান খান। 

এছাড়া কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডে: মোঃ আক্তার হোসেন খান; ২নং ওয়ার্ডে: মোঃ ভুট্টো মোল্লা, ও মোঃ শাজাহান মোল্লা; ৩নং ওয়ার্ডে কাজী মনিরুজ্জামান লিটন, শংকর চন্দ্র ঘোষ, শাহাদাত হোসেন খান, মোঃ তানজিল গোমস্তা; ৪নং ওয়ার্ডে: আলহাজ্ব মোঃ হানিফ খালাসি (কুট্টি খালাসি), আবদুল মান্নান বেপারী, মোঃ শাহীন গোমস্তা, মোফাজ্জেল হোসেন খান, মোঃ রফিকুল ইসলাম চঞ্চল; ৫নং ওয়ার্ডে: মোঃ মশিউর রহমান খান (মোস্তাক খান), মোঃ ইমরান খান; ৬নং ওয়ার্ডে: মোঃ দেলোয়ার হোসেন (দিলু গোমস্তা), মোঃ মোসলেম মোল্লা ও জেনিফার ফেরদৌস; ৭নং ওয়ার্ডে: মোঃ ওসমান খান, মোঃ শহিদুল ইসলাম, রেজোয়ানুল ইসলাম, মোঃ ইলিয়াস বেপারী, মোঃ নজরুল ইসলাম ও মোঃ নোয়াব বেপরী; ৮নং ওয়ার্ডে: সৈয়দ মোঃ আশরাফ উদ্দিন, মোঃ আজিজুর রহমান ও সেলিম শেখ; ৯নং ওয়ার্ডে: আবদুল কাদের খান মিলু, গোলাম মোস্তফা ও এ এফ এফ সামসুর রহমান। 

এছাড়া সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ১-২-৩নং ওয়ার্ডে: মাকসুদা আক্তার (নিলু), নিলুফা ইয়াসমিন ও হেলেনা বেগম; ৪-৫-৬নং ওয়ার্ডে: রানু বেগম, সুহাদা আক্তার, শাহানারা বেগম; ৭-৮-৯নং ওয়ার্ডে: মজিদা মোস্তফা ও জাহানারা বেগম।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন