সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

শিবচরের সন্ন্যাসীরচর গ্রামে ডাকাতি ॥ বোমা হামলায় আহত ৫

(১৭ জুলাই, ২০১০):: শিবচরের সন্ন্যাসীচর গ্রামে শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদের বোমা হামলায় ৫ জন আহত হয়। 
এলাকাবাসী, পারিবারিক, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় তিনটার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল ঘরের জানালার গ্রিল কেটে কুয়েত প্রবাসী দুলাল খালাসির ঘরে ঢুকে। ডাকাতরা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা, ৭টি মোবাইল ফোনসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। যাবার সময় ডাকাতদের ছোড়া বোমার আঘাতে আছিয়া বেগম (৬৫), নাছিমা আক্তার (৩৫), আরিফ খালাসি (১৭), লিটন খালাসি (২৮), ও শহীদ খালাসি (৩৫) গুরুতর আহত হয়। আহতদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল বলেন, সকালে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। থানায় মামলা হয়েছে। ডাকাতদের ধরার জন্য চেষ্টা চলছে। 
Read More ... »

পানি বৃদ্ধি ও স্রোতের তোড়ে ঢাকা-খুলনা মহাসড়কের হাজী শরীয়তউল্লাহ সেতুর নির্মানাধীন রক্ষা বাঁধের ৩ টি স্থানে ভয়াবহ ভাঙ্গন


(১৬ জুলাই, ২০১০):: আড়িয়াল খাঁ নদে পানি বৃদ্ধি ও স্রোতের তোড়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ ঢাকা- খুলনা মহাসড়কের শিবচরের আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত হাজী শরীয়তউল্লাহ সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ের নির্মাণাধীন সেতু রক্ষা স্থায়ী বাঁধের ৩টি স্থানে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। এতে করে গুরুত্বপূর্ণ এই সেতুটিসহ ঢাকা-খুলনা মহাসড়ক ও বিস্তৃর্ণ এলাকা মারাত্মক ভাঙ্গন ঝূঁকিতে রয়েছে। 
সরেজমিনে জানা যায়, গত দু’বছরে আড়িয়াল খাঁয় অব্যাহত ভাঙ্গনে হাজী শরীয়তউল্লাহ সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ের সেতু রক্ষা বাঁধ নদী ভাঙ্গনের শিকার হয়। ফলে সেতুটি ঝূঁকিপূর্ণ হয়ে পড়ায় গত নভেম্বর থেকে পারিসা কনস্ট্রাকশন সেতুর পূর্ব পাড়ে ও মশিউর রহমান চৌধুরী কনস্ট্রাকশন পশ্চিম পাড়ে ২৪ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে সেতু রক্ষা স্থায়ী বাঁধ নির্মাণ শুরু করে। চলতি বছরের জুনের শেষ দিকে সেতু রক্ষা বাঁধের কাজ প্রায় সম্পন্ন হলেও এখনো বাঁধের বিভিন্ন অংশে কাজ চলছে। কিন্তু গত ২/৩ দিনে নদীতে পানি বেড়ে ও তীব্র স্রোতে পশ্চিম পাড়ের ২টি স্থানের প্রায় ৬০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে ও পূর্ব পাড়ের প্রায় ১০ মিটার বাঁধে ধস দেখা দিয়েছে । সংশ্লিষ্টদের ব্লক ফেলে বাঁধ টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যেতে দেখা গেছে। 
মশিউর রহমান চৌধুরী কনস্ট্রাকশনের সাইড ম্যানেজার আ. মান্নান শেখ বলেন, আমরা গত জুন মাসে বাঁধের কাজ শেষ করেছি। নদীর তলদেশে তীব্র ঘূর্ণস্রোত থাকায় বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। 
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী অখিল বিশ্বাস বলেন, স্রোতের কারণে বাঁধগুলোতে সমস্যা হচ্ছে । আমরা আগামীকাল (শনিবার) সরেজমিনে যেয়ে ব্যবস্থা নেবো। 
Read More ... »

শিবচরে ১০দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু : পাট ছাড়ানোর রিবনার বিতরণ

(১৫ জুলাই, ২০১০) :: আজ বৃহস্পতিবার থেকে শিবচর উপজেলা পরিষদ চত্বরে ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলা চলবে আগামী ১০ দিন। এসময় ২শ’ কৃষকদের মাঝে পাট ছাড়ানোর রিবনার বিতরণ করা হয়।
সুত্র জানায়, দেশীয় ফলদ গাছের ব্যাপকতা বৃদ্ধি করতে ‘দেশী ফলে বেশি লাভ,খাদ্য পুষ্টির নাই অভাব’ স্লোগান নিয়ে শিবচরে ১০ দিনব্যাপি ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলায় ২০টি স্টল বসেছে। আজ সকালে মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান প্রমুখ।
Read More ... »

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে বন্ধ ক্রস চ্যানেলে ড্রেজিং শুরু

(১৫ জুলাই, ২০১০) :: নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে বন্ধ হয়ে যাওয়া মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের ক্রস চ্যানেল সচল করতে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় প্রাথমিকভাবে শুরু হলেও মূলত আজ (বৃহস্পতিবার) বেলা ১২টা থেকে পুরোদমে ড্রেজিং শুরু করেছে একটি ড্রেজার। তবে নদীতে তীব্র স্রোত থাকায় জোয়ারের সময় ড্রেজিং কার্যক্রম বন্ধ থাকছে। 
বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ সূত্রে জানা যায়, বন্ধ হয়ে যাওয়া হাজরা-কাঁঠালবাড়ি-মাওয়া চ্যানেলটি সচল করতে ৫৬ হাজার ঘনমিটার বালু উত্তোলনের লক্ষ্যে বিআইডব্লিউটিএর ডি-১৩৩৮ ড্রেজারটি বুধবার সন্ধ্যায় ড্রেজিং শুরু করে। এসময় নদীতে জোয়ার আসায় তীব্র স্রোতের কারণে ড্রেজিং বন্ধ করে দেয়া হয়। জোয়ারের প্রভাব কমলে আজ বেলা ১২টায় আবারো ড্রেজিং কার্যক্রম শুরু হয়। 
বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ ) মাসুকুল হক বলেন, জোয়ারে তীব্র স্রোতের কারণে ড্রেজিং কার্যক্রম ব্যহত হচ্ছে। ড্রেজিংয়ের মাধ্যমে বন্ধ চ্যানেলটির ওয়ান ওয়ে চালু করতে প্রায় ১০ দিন লাগতে পারে।
Read More ... »

শিবচরে সড়ক দূর্ঘটনায় ২জন নিহত

(১৩ জুলাই, ২০১০) :: ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতপুর বাজারে আজ (মঙ্গলবার) রাত সাড়ে ৮টায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে।
শিবচর হাইওয়ের সার্জন আসাদুজ্জামান সূত্রে জানা যায়, দৌলতপুরবাজারে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল চালক শিবচর ভেদরচর গ্রামের সিরাজ মুন্সীর ছেলে আল-আমিন (২৬) ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেল আরোহী একই গ্রামের তোতা হাওলাদারের ছেলে আশিক হাওলাদারকে (২৫) শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। এছাড়া অপর মোটরসাইকেল আরোহী ইমরান (২৪) নামের এক যুবকের অবস্থা আশংকজনক। তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Read More ... »

কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে আটকে পড়েছে ৩টি ফেরি

(৯ জুলাই, ২০১০) :: কাওড়াকান্দি-মাওয়া রুটের হাজরা চ্যানেলে প্রায় ৭০টি যানবাহন নিয়ে ডুবোচরে আটকে পড়েছে ৩টি ফেরি। এছাড়া ২টি ফেরি নদীর মাঝপথে নোঙর করে রাখা হয়েছে। ফলে আজ শুক্রবার সকাল থেকে হাজরা চ্যানেল দিয়ে নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। উভয়পারে প্রায় ১ হাজার যানবাহন আটক পড়েছে। যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। 
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, আজ সকালে কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রো রো ফেরি বরকত ৩০টি যানবাহন নিয়ে অপরদিকে মাওয়া থেকে কাওড়াকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ৩০টি যানবাহন নিয়ে রো রো ফেরি শাহ মখদুম ও ১০টি গাড়ি নিয়ে একটি কে টাইপ ফেরি হাজরা চ্যানেলে পৌঁছলে নতুন ডুবোচরে আটকে যায়। 
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের কর্মকর্তা শাহনেওয়াজ বলেন, বর্ষা মৌসুমে নতুন করে পলি পড়ে নদীতে ডুবোচর জেগে উঠেছে। তাই ফেরি ৩টি আটকে যায়। বর্তমানে ফেরি উদ্ধার কাজ চলছে। এছাড়া ২টি ফেরি নদীপথে নোঙর করে রাখা হয়েছে। সকাল থেকে ঘাটের উভয়পারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। নারী ও শিশু যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। দ্রুত চ্যানেল খুলে দিতে না পারলে অন্য ব্যবস্থা নেয়া হবে।
Read More ... »

সড়ক দূর্ঘটনায় এক মহিলা মারা গেছে

(৯ জুলাই, ২০১০) :: মাদারীপুর-শিবচর সড়কের যাদুয়ারচরের মাদবরেরকান্দি গ্রামে আজ (শুক্রবার) সকালে সড়ক দূর্ঘটনায় আলাতন বেগম (৫০) নামের একজন মহিলা মারা গেছে। 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিবচর থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা কৃষাণ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী যাদুয়ারচর গ্রামের মৃত কফিলউদ্দিন সরদারের মেয়ে আলাতন বেগমকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনায় পরিবহনটি উল্টে পুকুরের মধ্যে পড়ে যাওয়ায় চালকসহ ৫ জন আহত হয়। পুলিশ এসে আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
Read More ... »

অভিভুত চরাঞ্চলের ৩০ দুস্থ পরিবার


 (৮ জুলাই, ২০১০) :: পদ্মা বেষ্টিত জনবিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষ ওরা। বঞ্চিত স্বাস্থ্যসেবাসহ সকল অধিকার থেকেই। কিন্তু আজ (বৃহস্পতিবার) এদের মধ্যে ৩০টি অতি দুস্থ পরিবার পেলেন বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ। শুধু স্বাস্থ্যসেবাই নয় পেলেন স্যানেটারি ল্যাট্রিন, শাড়ি-লুঙ্গি, আমগাছ ও আড়াই হাজার করে নগদ অর্থও। প্রত্যন্ত জনপদের অবহেলিত মানুষের জীবনযাপনের চিত্র সরেজমিনে দেখতে এসে সরকার পরিচালিত লোক প্রশাসন বিভাগের প্রশিক্ষণে থাকা কর্মকর্তাদের সহযোগিতায় স্বাস্থ্যসেবা,স্যানেটারি ল্যাট্রিনসহ বিভিন্ন সেবা পেয়ে অভিভুত চরের খাড়াকান্দি গ্রামের এ সকল দুস্থ পরিবার। 
আজ দুপুর পর্যন্ত শিবচরের মাদবরচর ইউপি কার্যালয়ে পরিবারগুলোর বিনামূল্যে স্বাস্থ্যসেবা শেষে, স্যানেটারি ল্যাট্রিন, শাড়ি-লুঙ্গি, আমগাছ ও নগদ আড়াই হাজার করে অর্থ বিতরণ করা হয়। সরকার পরিচালিত লোক প্রশাসন বিভাগের দিনব্যাপি এ কর্মশালায় সরকারি ৬ কর্মকর্তা দুস্থ পরিবারগুলোর কাছ থেকে তাদের জীবনযাপনের বিভিন্ন তথ্য উপাত্ত লিপিবদ্ধ করেন। প্রশিক্ষণরত মাদারীপুর জেলা প্রশাসক শশী কুমার সিংহ, খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব সিদ্দিকুর রহমান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালেয় উপসচিব মো. আলাউদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আবেদা আক্তার, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব নাসরিন সুলতানা ছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু বক্কর সিদ্দিকি, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. মাহবুবুর রহমান, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস,রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল কবীর, সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম প্রমুখ। 
জেলা প্রশাসক শশী কুমার সিংহ বলেন, লোক প্রশাসন বিভাগের প্রশিক্ষণের অংশ হিসেবে আমরা দুস্থ এ পরিবারগুলোর জীবনমান পর্যালোচনা করছি। সাথে বিভিন্ন সংস্থার সহযোগিতায় সেবা কার্যক্রম দেয়া হয়েছে।
Read More ... »

পাঁচ্চরে নৈশপ্রহরীকে কুপিয়ে জখম : গ্রেফতার ১

(৮ জুলাই, ২০১০) :: উপজেলার পাঁচ্চর বাজারের নৈশপ্রহরী মো. রাজন খান (৪৫) কে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে কতিপয় সন্ত্রাসীরা। ঘটনার সাথে জড়িত থাকায় এলাকাবাসী একজনকে ধাওয়া করে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। 
একাধিক সূত্র জানায়, গতকাল (বুধবার) রাতে শিবচর থানার এসআই আনোয়ার হোসেন পাঁচ্চরে চোরাই মটরসাইকেল ও এক চোরের সন্ধানে গেলে নৈশপ্রহরী রাজন খান পুলিশকে সহযোগিতা করে। এতে ক্ষিপ্ত হয়ে আজ (বৃহস্পতিবার) মধ্যরাতে রাতে রাজন খান পাঁচ্চর বাজারে পাহারা দেয়ার সময় সাত-আট জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে নৈশপ্রহরীকে এলোপাতারিভাবে কুপিয়ে রাস্তার পাশে মৃত ভেবে ফেলে রেখে যায়। আহতকে আশংকাজনক অবস্থায় প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এসআই আনোয়ার হোসেন বলেন, বুধবার রাতে চোরাই মটরসাইকেল ও চোরের সন্ধানে গেলে প্রহরী রাজন আমাদের সহযোগিতা করেছিল। এতে ক্ষিপ্ত হয়েই রিকন,মাহাবুবসহ সন্ত্রাসীরা রাজনের উপর হামলা চালায়। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মাহাবুব খালাসী (২৫) কে গ্রেফতার করেছি। বাকি অপরাধীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছি। এ ব্যাপারে শিবচর থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
Read More ... »

ভ্রাম্যমান আদালতের অভিযান : শিবচরের পদ্মায় ৬টি মাছ ধরার অবৈধ বাধ উচ্ছেদ : লক্ষাধিক টাকার জালে আগুন

(৬ জুলাই, ২০১০):: আজ (মঙ্গলবার) সকাল থেকে বিকেল পর্যন্ত শিবচরের পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬টি নদীজোড়া আড়াআড়ি অবৈধ মাছ ধরার বাধ উচ্ছেদ ও লক্ষাধিক টাকার ছালা, বেড়া ও কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে। 
সূত্র জানায়, সকালে মাদারীপুরের ম্যাজিস্ট্রেট আ. রউফ তালুকদার, মৎস কর্মকর্তা নাজমুদ হুদা ও পুলিশের এসআই শেখ আবদুল্লাহের নেতৃত্বে পুলিশের একটি দল শিবচরের কাওড়াকান্দি ঘাট সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালায়। এসময় ফেরিঘাট সংলগ্ন পদ্মানদীর ওপাড় এলাকার ৬টি অবৈধ বাধের কয়েক শ’ বাঁশ, জাল ও মাছ ধরার ফাঁদ তুলে কেটে নদীতে ভাসিয়ে দেয়া হয়। তাছাড়া নদীতে অভিযান চালিয়ে জেলেদের কাছ থেকে অবৈধ জাল জব্দ করে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুদ হুদা বলেন, ৬টি অবৈধ বাধ উচ্ছেদ করা হয়েছে। সকল বাধ উচ্ছেদের জন্য নিয়মিতভাবে অভিযান চালানো জরুরি। আগামী সপ্তাহে পদ্মায় আবারো অভিযানের পরিকল্পনা রয়েছে।
Read More ... »

বজ্রপাতে বিকল : শিবচর টেলিফোন এক্সচেঞ্জ ৭ দিনেও চালু হয়নি

(৬ জুলাই, ২০১০) :: গত মঙ্গলবার (২৯ জুন) বজ্রপাতে শিবচরের বিটিসিএল টেলিফোন এক্সচেঞ্জটি গত ৭দিনেও চালু হয়নি। ফলে টেলিফোন ব্যবহারকারী প্রায় ৩৬০ জন গ্রাহক চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ব্যাংক, অফিসগুলোর জরুরি সেবা কার্যক্রমও চরমভাবে ব্যহত হচ্ছে।
বিটিসিএল সূত্র জানায়, মঙ্গলবার দুপুরের বজ্রপাতের ঘটনায় শিবচর-মাদারীপুর এক্সচেঞ্জের সংযোগ লিংক, শিবচর এক্সচেঞ্জের এক্সচেঞ্জ কার্ডসহ কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে বিকল হয়ে যায়। এরপর থেকেই এক্সচেঞ্জটির ৩৬০টি টেলিফোন সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রয়েছে। ফলে উপজেলার জরুরি প্রশাসনিক বার্তা প্রেরণ ও গ্রহণ কার্যক্রমসহ ব্যাংকিং লেনদেনেও মারাত্মক ভোগান্তির শিকার হতে হচ্ছে মানুষকে। বিকল্প উপায়ে এ সকল জরুরি কার্যক্রম চালাতে গিয়ে সংশ্লিষ্টদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।
এ ব্যাপারে মাদারীপুর বিটিসিএল-এর বিভাগীয় প্রকৌশলী আ. ওহাব বলেন, দেশের সবচেয়ে দক্ষ প্রকৌশলীদের দিয়ে বিকল লিংক, এক্সচেঞ্জ কার্ড পরিবর্তন করেও এক্সচেঞ্জটি চালু করা যায়নি। টেলিফোন বোর্ডের মাধ্যমে শীঘ্রই চীনের জেডটিই কোম্পানির প্রকৌশলীরা এসে সফটওয়্যারটি লোড করলেই এক্সচেঞ্জটি চালু হবে।
Read More ... »

যাত্রীছাউনি নেই : কাওড়াকান্দি-মাওয়া ঘাটে যাত্রী দুর্ভোগ চরমে

(৩ জুলাই, ২০১০) :: 'ম্যালা দিন ধইরা অসুখে পড়ছি। ভালা ডাক্তার দেহানোর লাইগা নাতি সবুজের লগে ঢাকা রওনা হইছি। বাস না পাইয়া ভাইঙ্গা ভাইঙ্গা রওনা হই। রাইতে ঘাটে আইছি। আইজকো আর লঞ্চ যাইবো না। আকাশে ম্যালা মেঘ। নাতি লইয়া সারা রাইত রাস্তার পারই বইসা থাকতে হইবো। বৃষ্টি নামলে কই গিয়া দাঁড়ামু জানি না।' কথাগুলো বললেন পটুয়াখালী থেকে আসা অশীতিপর হালিম মিয়া।
এমন ঘটনা নতুন নয়। ধর্মঘট, পানি বৃদ্ধি, ঝড়-বৃষ্টি, কুয়াশাসহ সব ধরনের দুর্যোগে শিবচরের কাওড়াকান্দি-মাওয়া রুটের নৌ চলাচল বন্ধ হয়ে যায়। ঘাটে যাত্রী ছাউনি না থাকায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার শত শত যানবাহনের শিশু, বৃদ্ধ, নারীসহ হাজার হাজার যাত্রীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। কুয়াকাটার রোজি, ঝালকাঠির রহিমা, বাগেরহাটের আবুল কালাম, মোরেলগঞ্জের রাজিয়া আক্তারসহ আরো অনেক যাত্রী জানান, ঘাটে কোনো যাত্রী ছাউনি না থাকায় একটানা আট ঘণ্টা বাসের মধ্যে বসে ছিলেন। রাতে ঘাট এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। আশ্রয় নেওয়ার জায়গা পাওয়া যায় না। টয়লেটেরও ব্যবস্থা নেই। নিরুপায় হয়ে রাতের অন্ধকারে রাস্তার পাশে টয়লেটের কাজ সেরেছেন তাঁরা। 
দোকানদার কালাম মিয়া বলেন, 'রাত হলে তো আমরা দোকান বন্ধ করে রাখি। ছাউনি না থাকায় যাত্রীদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। কর্তৃপক্ষের অবহেলার জন্য যাত্রীদের এই দুর্ভোগ।' লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, কাওরাকান্দি ঘাট দিয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার জনগণ যাতায়াত করে। ঘাটে কোনো ছাউনি না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। 
এ ব্যাপারে বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী মো. কামাল পাশা বলেন, কাওড়াকান্দি ঘাট এলাকায় বিআইডব্লিউটিএর একটি যাত্রী ছাউনি আছে। সেটা এখন পুলিশের দখলে। ছাউনি না থাকায় যাত্রীদের তো একটু কষ্ট হচ্ছেই।
Read More ... »

মহাসড়ক অবরোধ : গাড়ি ভাংচুর : শিবচরে বাস চাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত

(২ জুলাই, ২০১০) ::  আজ (শুক্রবার) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরে যাত্রীবাহী বাস চাপায় সবুজ বাংলা (টেম্পু) যাত্রী ফরিদপুর অগ্রণী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো. মান্নান হাওলাদার (৪৫) নিহত হয়েছে। এঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে ও ঘাতক বাসটিতে ভাংচুর চালায়।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক প্রশান্ত কুমার বলেন, দুপুর সাড়ে বার টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাসস্ট্যান্ডে লোকাল টেম্পু সবুজ বাংলা পরিবহন মহাসড়কেই দিক পরিবর্তন করতে গেলে ঢাকাগামী যাত্রীবাহী সুগন্ধা পরিবহন (পাবনা-ব-১৯৪০)  পেছন থেকে ধাক্কা দেয়। এতে টেম্পুটি দুমড়ে মুচড়ে পাশের একটি বেবিটেম্পুকে নিয়ে স্ট্যান্ডের একটি দোকানের উপর পড়ে। সংঘর্ষে সবুজ বাংলার যাত্রী অগ্রণী ব্যাংক, ফরিদপুর শাখার সিনিয়র অফিসার মান্নান হাওলাদার (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়। এসময় অপর অজ্ঞাতনামা অপর এক যাত্রী গুরুতর আহত হয়। এঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় এলাকাবাসী বেলা সাড়ে বারটা থেকে দেড়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে ও ঘাতক গাড়িটিকে ভাংচুর করে।  পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন