সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

অভিভুত চরাঞ্চলের ৩০ দুস্থ পরিবার


 (৮ জুলাই, ২০১০) :: পদ্মা বেষ্টিত জনবিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষ ওরা। বঞ্চিত স্বাস্থ্যসেবাসহ সকল অধিকার থেকেই। কিন্তু আজ (বৃহস্পতিবার) এদের মধ্যে ৩০টি অতি দুস্থ পরিবার পেলেন বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ। শুধু স্বাস্থ্যসেবাই নয় পেলেন স্যানেটারি ল্যাট্রিন, শাড়ি-লুঙ্গি, আমগাছ ও আড়াই হাজার করে নগদ অর্থও। প্রত্যন্ত জনপদের অবহেলিত মানুষের জীবনযাপনের চিত্র সরেজমিনে দেখতে এসে সরকার পরিচালিত লোক প্রশাসন বিভাগের প্রশিক্ষণে থাকা কর্মকর্তাদের সহযোগিতায় স্বাস্থ্যসেবা,স্যানেটারি ল্যাট্রিনসহ বিভিন্ন সেবা পেয়ে অভিভুত চরের খাড়াকান্দি গ্রামের এ সকল দুস্থ পরিবার। 
আজ দুপুর পর্যন্ত শিবচরের মাদবরচর ইউপি কার্যালয়ে পরিবারগুলোর বিনামূল্যে স্বাস্থ্যসেবা শেষে, স্যানেটারি ল্যাট্রিন, শাড়ি-লুঙ্গি, আমগাছ ও নগদ আড়াই হাজার করে অর্থ বিতরণ করা হয়। সরকার পরিচালিত লোক প্রশাসন বিভাগের দিনব্যাপি এ কর্মশালায় সরকারি ৬ কর্মকর্তা দুস্থ পরিবারগুলোর কাছ থেকে তাদের জীবনযাপনের বিভিন্ন তথ্য উপাত্ত লিপিবদ্ধ করেন। প্রশিক্ষণরত মাদারীপুর জেলা প্রশাসক শশী কুমার সিংহ, খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব সিদ্দিকুর রহমান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালেয় উপসচিব মো. আলাউদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আবেদা আক্তার, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব নাসরিন সুলতানা ছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু বক্কর সিদ্দিকি, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. মাহবুবুর রহমান, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস,রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল কবীর, সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম প্রমুখ। 
জেলা প্রশাসক শশী কুমার সিংহ বলেন, লোক প্রশাসন বিভাগের প্রশিক্ষণের অংশ হিসেবে আমরা দুস্থ এ পরিবারগুলোর জীবনমান পর্যালোচনা করছি। সাথে বিভিন্ন সংস্থার সহযোগিতায় সেবা কার্যক্রম দেয়া হয়েছে।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন