সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

শিবচরে সড়ক দূর্ঘটনায় ২জন নিহত

(১৩ জুলাই, ২০১০) :: ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতপুর বাজারে আজ (মঙ্গলবার) রাত সাড়ে ৮টায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে।
শিবচর হাইওয়ের সার্জন আসাদুজ্জামান সূত্রে জানা যায়, দৌলতপুরবাজারে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল চালক শিবচর ভেদরচর গ্রামের সিরাজ মুন্সীর ছেলে আল-আমিন (২৬) ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেল আরোহী একই গ্রামের তোতা হাওলাদারের ছেলে আশিক হাওলাদারকে (২৫) শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। এছাড়া অপর মোটরসাইকেল আরোহী ইমরান (২৪) নামের এক যুবকের অবস্থা আশংকজনক। তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন