সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

কাওড়াকান্দি ঘাটে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় সাত পরিবহন চাঁদাবাজকে চাঁদাবাজীর টাকা এবং মোবাইল সেটসহ গ্রেফতার করেছে র‌্যাব-৮

আজ সন্ধ্যায় চাঁদাবাজিকালে শিবচরের কাওড়াকান্দি ঘাট ও পৌর এলাকার টেম্পু স্ট্যান্ড থেকে চাঁদাবাজির ৩৫ হাজার ৫শ ৪৭ টাকা ও ৫টি মোবাইলসহ ৭ চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি দল সিনিয়র এএসপি মোহাম্মদ শহীদুল্লাহ এর নেতৃত্বে আজ শিবচরের কাওড়াকান্দি ঘাটে আনুমানিক বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে র‌্যাব সদস্যরা বিভিন্ন পরিবহন যাত্রী বেশে উক্ত কাওড়াকান্দি ঘাটের বিভিন্ন স্থান হতে চাঁদাবাজির সময় হাতেনাতে সৈয়দ ফয়জুর রহমান (বুলু) (৬০), পিতা- মৃত সৈয়দ মুর্তজা, গ্রাম- নওয়াপাড়া, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুরকে চাঁদাবাজির ৩ হাজার ৭শ’ ৪৫ টাকা ও একটি নোকিয়া মোবাইলসহ; আলী আকবর শেখ (৫৫), পিতা- মৃত রনয় শেখ, গ্রাম- বজলু বেপারীর কান্দি, থানা- শিবচর, জেলা- মাদারীপুরকে চাঁজাবাজির ২ হাজার ৬শ ২৫ টাকা এবং একটি মোবাইলসহ; মো. রুবেল (২০), পিতা- হাবিব বেপারী, গ্রাম- উত্তর বাখরের কান্দি, থানা- শিবচর, জেলা- মাদারীপুরকে চাঁদাবাজীর ২ হাজার ৭শ ৬০ টাকাসহ; সাঈদুল ইসলাম (২৭), পিতা- মো. তোতা মিয়া, গ্রাম- বাহেরচর, থানা- শিবচর, জেলা- মাদারীপুরকে চাঁদাবাজির ৪ হাজার ৩০ টাকা এবং একটি নোকিয়া মোবাইলসহ; আখতার হোসেন সান্টু (৪৩), পিতা- আবুল কাশেম বেপারী, গ্রাম- কেরানীবাট, থানা- শিবচর, জেলা- মাদারীপুরকে চাঁদাবাজীর ১ হাজার ২শ ৫৫ টাকা এবং একটি মোটোরোলা মোবাইল সেটসহ; সাগর বেপারী (৩৫), পিতা- মৃত আজিজুল বেপারী, গ্রাম- কেরানীবাট, থানা- শিবচর, জেলা- মাদারীপুরকে চাঁদাবাজীর ৭শ ৪৮ টাকাসহ এবং মো. শহিদ মিয়া (২৫), পিতা- মৃত মো. সিদ্দিক মাদবর, গ্রাম- বাখরেরকান্দি, থানা- শিবচর, জেলা- মাদারীপুরকে চাঁদাবাজীর ২০ হাজার ৩শ ৮৪ টাকা এবং একটি মোবাইলসহ গ্রেফতার করে।
র‌্যাবের ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত পরিবহন চাঁদাবাজ আসামিরা জানায় যে, তারা কাওড়াকান্দি ঘাট থেকে প্রত্যেক ট্রাক ও বাস প্রতি ৫০-১০০ টাকা করে এবং মাইক্রোবাস প্রতি ১০-৫০ টাকা করে চাঁদা আদায় করে। এছাড়া আরো জানায় যে, তারা অন্যান্য সকল যানবাহন থেকে, এমনকি যাত্রীদের কাছ থেকেও চাঁদা আদায় করে থাকে। এছাড়া যানজটের সময় গাড়ি প্রতি চাঁদার পরিমাণ আরো বেশি বেড়ে যায়। গ্রেফতারকৃত আসামিদেরকে থানায় হস্তান্তরের আইনী বিষয়টি প্রক্রিয়াধীন।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন