আজ সকালে রহস্যজনক বিষক্রিয়ায় শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়ন সংলগ্ন জাজিরার পশ্চিম নাওডোবা গ্রামে রহস্যজনক বিষক্রিয়ায় পেয়ারি বেগম (২৫) নামের এক মা মারা গেছে ও তার দুই শিশু এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তবে সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশকে কোন ভূমিকা নিতে দেখা যায়নি।
পার্শ্ববর্তী উজালা বেগম বলেন, সকালে পেয়ারি বেগম কন্যা রেখা (৩), পুত্র শাওন (২) কে নিয়ে একত্রে ভাত খায়। কিছুক্ষণ পর শিশুপুত্র শাওন বমি করতে শুরু করলে মা পেয়ারি ছেলেকে নিয়ে নাওডুবা বাজারের চিকিৎসালয়ে রওনা করে। পথিমধ্যে পিয়ারি বেগম ও শিশুকন্যা রেখা অসুস্থ হয়ে পড়ে। এসময় তাদের উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক পিয়ারি বেগমকে মৃত ঘোষণা করেন।
শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোতালেব মিয়া বলেন, মাকে হাসপাতালে পৌছানোর আগেই সে মারা যায়। শিশু দুটির অবস্থাও আশংকাজনক থাকায় তাদের ফরিদপুর পাঠানো হয়েছে। খাবারের সাথে বিষাক্ত কিছু থাকায় এ ঘটনা ঘটতে পারে।
পার্শ্ববর্তী সেকান্দার মিয়া ও শাহ আলম মাদবর বলেন, ওর (নিহত পেয়ারি) স্বামী রফিক এর আগে কয়েকবার টাকা নিয়ে পালিয়ে গেয়েছিল। এ নিয়ে ওর সংসারে কলহ চলছিল। তবে কীভাবে এতবড় ঘটনা ঘটলো বলতে পারছি না।

0 মন্তব্য(সমূহ):
Post a Comment