সোমবার রাতে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের বাগমারা গ্রামে ও পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর গ্রামে পৃথক দু’টি অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর ও ৩টি রান্নাঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভুত হয়েছে। এ সময় ঘরে রাখা নগদ অর্থ, ২শ’ মণ পাট ও ১শ’ মণ রবিশস্য সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
সোমবার সন্ধ্যারাতে উপজেলার নিলখী ইউনিয়নের বাগমারা গ্রামের মান্নান খাঁর রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়লে মোখলেস খাঁর ২টি ঘর, সোনা খাঁর ১টি ঘর, আকলিমার ১টি ঘর, হাকিম খাঁর ২টি ঘর ও মান্নান খাঁর ২টি ঘর সম্পূর্ণ ভস্মীভুত হয়। এলাকাবাসী প্রায় চার ঘণ্টা পড়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়তির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা।
এদিকে একই রাতে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর গ্রামের শাহিন মিয়ার ১টি বসতঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভুত হয়। ঘরে রাখা বিভিন্ন মালামালসহ ১টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment