দেশের গুরুত্বপূর্ণ কাওড়াকান্দি-মাওয়া নৌ রুটের লঞ্চ ভাড়া যাত্রীপ্রতি ৩ টাকা কমলেও সরকারের নিয়ম করে দেওয়া সন্ধ্যার পরেও বন্ধ হয়নি স্পিডবোড চলাচল। আজ সকাল থেকে লঞ্চ ভাড়া যাত্রীপ্রতি ১৫ টাকার স্থলে ১২ টাকা করে আদায় শুরু হয়েছে। এদিকে রাতে স্পিডবোট চলাচল বন্ধে পুলিশ মোতায়েন থাকবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।
এর আগে গত ১ জানুয়ারি পূর্ব ঘোষণা ছাড়াই ৩ টাকা ভাড়া বৃদ্ধি করেছিল লঞ্চ মালিক সমিতি। তবে ২৩ ডিসেম্বর থেকে স্পিডবোট মালিক সমিতি ভাড়া বাড়িয়ে জনপ্রতি ১শত ২০ টাকা করে। তা এখনো বহাল রয়েছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস জানান, গত ২৫ ফেব্রুয়ারি নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকে মাদারীপুর, শরিয়তপুর ও মুন্সীগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন নৌযান মালিকদের সভার সিদ্ধান্ত মোতাবেক এ রুটের লঞ্চ ভাড়া ১৫ টাকার স্থলে ১২ টাকা আদায় শুরু হচ্ছে এবং কাওড়াকান্দি-মাওয়া রুটে সূর্যাস্তের আধা ঘণ্টা আগে থেকে সকল স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল বলেন, বিকাল ৫ টার পর থেকে ঘাট এলাকায় শক্তভাবে পুলিশ থাকবে। কোনো অবস্থাতেই বিকালের পর স্পিডবোট চলাচল করতে দেয়া হবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক কাওড়াকান্দি-মাওয়া ঘাট লঞ্চ মালিক সমিতির এক কর্মকর্তা বলেন, আগের মতোই কাওড়াকান্দি-মাওয়া ঘাটে স্পিডবোট নিয়মিত চলাচল করছে। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় সরকারের তৈরি নিয়ম নীতি এখনো মেনে চলছে না অধিকাংশ স্পিডবোড মালিকরা।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment