শিবচরের কাওড়াকান্দি ঘাট ও পৌর টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে ৭ জনকে চাঁদাবাজির টাকাসহ গ্রেফতারের ঘটনায় আজ সকাল থেকে দক্ষিণাঞ্চলগামী মাইক্রোবাস ধর্মঘট শুরু করেছে মালিক শ্রমিকরা। ফলে বরিশাল, কাওড়াকান্দি, টেকেরহাট ও ভাটিয়াপাড়া রুটে চলাচলরত প্রায় দেড় শতাধিক মাইক্রোবাস চলাচল বন্ধ থাকায় এ রুটের যাত্রীরা কিছুটা দুর্ভোগ পোহান।
সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর র্যাব ক্যাম্পের এএসপি শহীদুল্লাহের নেতৃত্বে র্যাবের একটি দল যাত্রী ও শ্রমিক বেশে শিবচরের কাওড়াকান্দি ঘাট থেকে সাইদুল ইসলামকে ৪ হাজার ৩০ টাকা, রুবেল ২ হাজার ৭শ ৬০ টাকা, আলী আকবর ২ হাজার ৬ শত ২৫ টাকা, মো. শহীদুল ২০ হাজার ৩ শ ৮৫ টাকা, বুলু মিয়া ৩ হাজার ৬শ ৪৫ টাকা ও পৌর এলাকার টেম্পু স্ট্যান্ড থেকে আক্তার হোসেন সান্টুকে ১ হাজার ২শ ৫৫ টাকা ও সাগরকে ৭শ ৪৮ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। রাতেই গ্রেফতারকৃতদের শিবচর থানায় হস্তান্তরের পর বুধবার সকালে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়। কিন্তু গ্রেফতারকৃতদের লাইনম্যান হিসেবে দাবী করে আজ সকাল থেকে এরুটে মাইক্রোবাস চলাচল বন্ধ করে দেয় মালিক শ্রমিকরা।
এ ব্যাপারে কাওড়াকান্দি মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি খোকা মাদবর জানান, গ্রেফতারকৃতরা কেউই চাঁদাবাজ নয় তারা লাইনম্যান। তাদের কাছ থেকে যে টাকা জব্দ করা হয়েছে তা বাহাদুরপুর ওরসের জন্য। এছাড়া আমরা বরিশালের মতোই মালিক সমিতির সিদ্ধান্তক্রমে শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার জন্য ছোট মাইক্রোবাস থেকে ৫০ ও বড় মাইক্রোবাস থেকে ১শ টাকা নেই। এটা কোন চাঁদাবাজি নয়, লাইনম্যানদের বেতন-ভাতা ও দুর্ঘটনার চিকিৎসায় ব্যয় হয়। গ্রেফতারকৃতদের মুক্তি না দেয়া জন্য পর্যন্ত মাইক্রোবাস ধর্মঘট চলবে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল বলেন, গ্রেফতারের ঘটনায় বৈধতা না থাকা মাইক্রোবাসগুলো সকাল থেকে চলাচল বন্ধ রেখেছে। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment