শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার কাজীসুরা বন্দরখোলা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামালসহ আরো প্রায় ২ লক্ষাধিক টাকার ফসল পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনে ক্ষতিগ্রস্থ আমজাদ কারাল জানান, রাত ১২টার দিকে সম্ভবত রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত আমার ৩টি ঘর ও প্রতিবেশী রশিদ কাড়ালের ২টি ঘরসহ মোট ৫টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আগুনে অপর ক্ষতিগ্রস্থ রশিদ কাড়াল বলেন, চৈত্র মাসে পুকুরগুলোতে পানিশূন্য থাকার ফলে আগুন নেভানোর চেষ্টা তেমন কাজে লাগেনি ফলে খুব দ্রুত ঘরে থাকা ফসল সহ ৫টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া শিবচর উপজেলাসহ আশেপাশের কোন উপজেলায় ফায়ার স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা আরো বেশি অসম্ভব হয়ে উঠেছিল। এতে আমাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment