আজ শনিবার দুপুরে শিবচরের আড়িয়াল খাঁ নদে মাটি কাটার ড্রেজারে জড়িয়ে টিটু শেখ (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছে।
হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, দুপুরে শিবচরের বহেরাতলা ইউনিয়নের চরগজারিয়া নামক স্থানের আড়িয়াল খাঁ নদে শ্রমিক টিটু ড্রেজারের কাটারের (ফুটবল) আবর্জনা অপসারণ করতে নদীর তলদেশে নামলে ড্রেজারে জড়িয়ে পড়ে। দীর্ঘ সময় টিটুকে নদীর তলদেশ থেকে উঠতে না দেখে অন্যান্য শ্রমিকরা ড্রেজার বন্ধ করে নদীর তলদেশ থেকে টিটুকে উদ্ধার করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত শ্রমিক মুন্সিগঞ্জের শ্রীনগরের শেখ রইস উদ্দিনের দ্বিতীয় সন্তান।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment