সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত ৬ আসামি গ্রেফতার

শিবচর থানা পুলিশ শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে। 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবদুল্লাহের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার উমেদপুর, নিলখী, কুতুবপুর ও মাদবরচর ইউনিয়নে ব্যাপক অভিযান চালিয়ে স্বপন (৩৩), সুমন শিকদার (২৮), বাদশা মুন্সি (৪২), মনির হোসেন (৩৫), শহিদ(২৭), শামীম মাহমুদ (৩৮) কে গ্রেফতার করেছে।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন