ক্লোজ-আপ তারকা নোলক ও চ্যানেল আই সেরাকণ্ঠের কোনাল শিবচর মাতিয়ে গেলেন । আজ রোববার রাতে শিবচর নন্দকুমার ইনস্টিটিউশন মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে এই দুই শিল্পীর গান উপভোগ করেন প্রায় দশ হাজার দর্শক।
মঞ্জুর আহসান খান মঞ্জুর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নোলক প্রথমেই মা’কে নিয়ে একটি গান শুরু করেন। এরপর একে একে 'আমার গায়ে যত দুঃখ সয়'; 'তোমার দিল কি দয়া হয় না'; 'ইয়া আলি' সহ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন। কোনাল গাইলেন- 'ইস্টিশনের রেল গাড়িটা'; 'মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা'; 'ঘুম ভাঙ্গাইয়া নিল রে মরার কোকিলে।'
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি খায়রুজ্জামান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন খান, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার প্রমুখ।
.jpg)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment