ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরের বেলি ব্রিজ-পদ্মা পাড় সড়কের দুই কিলোমিটার পাকা রাস্তার ইট তুলে নিয়ে গেছে এলাকার চিহ্নিত সংঘবদ্ধ দুর্বৃত্তদলেরা। এ সড়ক দিয়ে এলাকার ৩০ হাজার লোক প্রতিদিন যাতায়াত করে। এছাড়া স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের বর্তমানে পায়ে হেঁটে আসা যাওয়া করতে হয়। মাদবরচর ইউনিয়নের উত্তর বাখরকান্দি গ্রামের কালাম খলিফা তার লোকজন নিয়ে পাকা রাস্তাটির ইট তুলে নিয়ে তার বাড়ির কাজে নির্মাণ করছে।
মাদবরচর পুরানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ইলিয়াস আহম্মেদ জানান, কালাম খলিফা তার লোকজন মিলে দুই কিলোমিটার রাস্তার ইট তুলে নিয়ে যায়। ফলে এ রাস্তা দিয়ে বর্তমানে ভ্যান-রিক্সাসহ কোন ইঞ্জিন চালিত গাড়ি চলাচল করতে পারছে না। প্রতিদিন পায়ে হেঁটে স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করছে। যে কোন সময় এখানে বৃষ্টি নামলে কেউ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না। অবর্ণনীয় দুর্ভোগ নেমে আসবে ।
মাদবরচর ইউনিয়নের চেয়ারম্যান রাজ্জাক মোল্যা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাটি শুনেছি। আমার লোকজনকে পাঠিয়েছি কালাম খলিফার বাড়ি থেকে ইটগুলো ফেরত এনে রাস্তায় ফেলে রাখতে।
শিবচর উপজেলা প্রকৌশলী রঞ্জিত দে জানান, আমি ঘটনাটি শুনেছি। উক্ত স্থানে আমার লোকজন গিয়েছে। যে করে হোক ইটগুলো ফেরত এনে রাস্তা নির্মাণ করা হবে এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র বিশ্বাস জানান, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবো। ইটগুলোর উদ্ধারের তৎপরতা চলছে।

0 মন্তব্য(সমূহ):
Post a Comment