২৭ ডিসেম্বর, ২০১০:: আজ সোমবার সন্ধ্যায় শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজীরসুরা গ্রামে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ভস্মীভুত হয়েছে। জানা যায়, কাজীরসুরা গ্রামের আদেল খলিফার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটলে সিরাজ দর্জির ২টি ঘর, কামাল বেপারির ১টি ঘরসহ ৪টি বসতঘর আগুনে পুড়ে যায়। এ সময় ঘরে রাখা ৪১ মণ পাট, ১৭ মণ রবিশস্যসহ প্রায় লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়। এলাকাবাসীর ২ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
1 মন্তব্য(সমূহ):
very sad news.Thank you for writing such a post.The simplest language you use when writing articles is appreciated.Thanks for sharing this information.Best regards.
Post a Comment