সোমবার রাত সাড়ে ১১ টায় শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮, মাদারীপুর ক্যাম্প।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ফ্লাইট লেঃ এম. শামীম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ টিম তার নিজের নেতৃত্বে একটি অভিযান পরিচালনাকালে শিবচর উপজেলার ভাঙ্গা-কাওড়াকান্দি মহাসড়কের কাওড়াকান্দি (এক ও দুই নম্বর চরজানাজাত) ফেরিঘাট মোড় থেকে রাত সাড়ে ১১ টার দিকে শরিয়তপুর জেলার পালং থানার চরকোয়ারপুর গ্রামের সাহাজউদ্দিন হাওলাদারের ছেলে ইয়াবা ব্যবসায়ী মো. সালাম হাওলাদার (২৮) কে ৫০টি যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, সালাম হাওলাদার একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। সে ঢাকার সদরঘাট এলাকা থেকে যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট ক্রয় করে শরিয়তপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে। গ্রেফতারকৃত আসামিকে ইয়াবা ট্যাবলেটসহ শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্য(সমূহ):
Post a Comment