গতকাল রাতে শিবচরের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্তসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় বন্দরখোলা ইউনিয়নের কাদিরশুলা গ্রামে ঘরের চাপা পড়ে ফারুক (৩২) ও তার স্ত্রী মাহফুজা (১৮) আহত হয়েছে। উপজেলার নিলখী, চরজানাজাত, কাঁঠালবাড়ি, শিরুয়াইল ইউনিয়নে পদ্মা ও আড়িয়াল খাঁ নদের চরাঞ্চলের প্রায় শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এছাড়া দত্তপাড়া-উৎরাইল সড়কে গাছ পড়ে ১০ ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment