সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ ॥ ৬ ঘণ্টা ট্রাক পারাপার বন্ধ, ৪ আনসার সদস্য প্রত্যাহার

চাঁদার মাধ্যমে সিরিয়াল ভাঙ্গাকে কেন্দ্র করে আনসারদের হামলায় এক ট্রাক চালক আহত হওয়ার ঘটনায় আজ দু’ঘণ্টা শিবচরের ঢাকা-খুলনা মহাসড়ক অবরুদ্ধ করে রাখে ট্রাক শ্রমিকরা।
এলাকাবাসী ও ট্রাক শ্রমিকরা জানায়, শিবচরের কাওড়াকান্দি ঘাটের বাঁশকল এলাকায় আজ মঙ্গলবার সকালে বড় অংকের চাঁদার মাধ্যমে পেছনের ৩টি ট্রাক সিরিয়াল ভেঙ্গে ফেরিতে উঠায় আনসার ও বিআইডব্লিউটিসির স্টাফরা। এসময় পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকগুলোর শ্রমিকরা প্রতিবাদ করলে দায়িত্বরত আনসার, স্থানীয় দোকানীরা ক্ষুব্ধ শ্রমিকদের উপর হামলা চালায়। হামলায় ট্রাক ড্রাইভার এনায়েত হোসেন (৪৫) গুরুতর আহত হয়। ক্ষুব্ধ শ্রমিকরা সকাল ৬ টায় ট্রাক দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচাল বন্ধ করে দেয়। এসময় শিবচর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এসে দায়িত্বরত ৪ আনসার সদস্য মো. সোহেল, আবুল কালাম, মো. জুলহাস, মনির হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে থানায় নিয়ে আসে ও আহত শ্রমিক এনায়েত হোসেন (৪৫) শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত ড্রাইভার এনায়েত হোসেন বলেন, আনসার ও বিআইডব্লিউটিসির স্টাফদের চাঁদাবাজির মাধ্যমে সিরিয়াল ভাঙ্গার প্রতিবাদ করায় ও চাঁদা না দেয়ায় ওরা আমাকে মারধর করে ৩ হাজার সাতশ টাকা ও একটি মোবাইল সেট নিয়ে গেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল বলেন, পরিস্থিতি শান্ত করতে ৪ আনসার ও আহত ড্রাইভারকে থানায় আনা হয়েছিল। দুপুরে দু’পক্ষের মধ্যস্থতায় বিষয়টি মিমাংসা হয়ে গেছে।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন