আজ দুপুরে কাওরাকান্দি ঘাটের কাছে কাঁঠালবাড়ীসংলগ্ন পদ্মায় মুখোমুখি সংঘর্ষে দুটি স্পিডবোট-ডুবির ঘটনা ঘটেছে। এতে নারীসহ ১০ যাত্রী আহত হয়েছেন। এ সময় অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হয়েছেন বলে যাত্রীরা দাবি করলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
কাওরাকান্দি স্পিডবোট ঘাট সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পদ্মা নদীর কাঁঠালবাড়ী এলাকায় মাওয়া থেকে ছেড়ে আসা পিন্টু মিয়ার স্পিডবোটের সঙ্গে কাওরাকান্দি থেকে ছেড়ে যাওয়া মো. মিল্টনের স্পিডবোটের সংর্ঘষ হয়। এতে স্পিডবোট দুটি ডুবে যায়। এ সময় যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে সংঘর্ষে নূরুল ইসলাম, রত্না আক্তার, ইলিয়াছ, সেন্টু, লিটনসহ অন্তত ১০ যাত্রী আহত হয়। অজ্ঞাতনামা আরো চার যাত্রীকে গুরুতর আহতাবস্থায় ঢাকা নেওয়া হয়েছে বলে যাত্রী ও ঘাট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment