বুধবার (২ সেপ্টেম্বর)বিকেল ৫টায় শিবচর-পাঁচ্চর সড়কের বাহাদুরপুর এলাকায় মটরসাইকেল চাপায় চান মিয়া কাড়াল (৬৫) নিহত হয়েছে। জানা যায়, শিবচর থেকে একটি মটরসাইকেল পাঁচ্চর যাওয়ার পথে চান মিয়া কাড়ালকে পিছন দিক থেকে চাপা দেয়। চান মিয়াকে মুমূর্ষু অবস্থায় প্রথমে শিবচর পরে ঢাকা নেওয়ার পথে কওড়াকান্দি ফেরিঘাট এলাকায় মারা যায়। গাড়িসহ চালক পলাতক। নিহত চান মিয়া পাঁচ্চর ইউনিয়নের ঢালীকান্দি গ্রামের বাসের ঢালীর ছেলে।
Subscribe to:
Post Comments (Atom)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment