সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : আহত ২

শুক্রবার মধ্যরাতে শিবচর উপজলার মাদবচর ইউনিয়নের ডাইয়ার চর ফকির কান্দি গ্রামের কোরিয়া প্রবাসী আবুবকর ফকিরের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা গৃহকর্তার বোন ঊর্মি (১১) ও ভাই কামাল হোসেন (১৮) কে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে। জানা যায়, ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল কোরিয়া প্রবাসী আবুবকর ফকিরের ঘরের দরজা ভেঙে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ২১ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ২টি মোবাইল সেটসহ প্রায় ২ লাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন