(১৩ জুন, ২০১০) :: শিবচরের পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুরের সাবেক মেম্বর বৃদ্ধ আ. কাশেম মুন্সিকে (৭৫) রক্তাক্ত অবস্থায় আজ (রোববার) সকালে পুলিশ উদ্ধার করে। গত রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীরা তাকে জবাই করে হত্যার চেষ্টা করে। আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক, হাসপাতাল ও শিবচর থানা সূত্রে জানা যায়, কাশেম মুন্সি শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য বাহাদুরপুর মোড়ে যায়। খেলা দেখে রাতে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীরা তাকে জবাই করে হত্যার চেষ্টা করে। আজ সকালে একটি পাটক্ষেতের মধ্যে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সর্বশেষে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহতের ছেলে মাসুদ বলেন, জমি-জমা বিরোধের পূর্বশত্রুতার জের ধরে বাবাকে হত্যার চেষ্টা করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল জবাই এর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ আসেনি।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment