সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

বজ্রপাতে পিতা ও কন্যার মৃত্যু : ৭ ছাত্রী আহত

(২৯ জুন, ২০১০) :: আজ (মঙ্গলবার) দুপুরে শিবচরের উমেদপুরে বজ্রপাতে পিতা ও কন্যার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এছাড়াও উমেদপুর বালিকা বিদ্যালয়ের ৭ ছাত্রী আহত হয়েছে। আহত ছাত্রীদের স্থানীয় উপ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, ৩ টার দিক সাবেক কমলাপুর গ্রামে প্রথমে হাশেম হাওলাদারের বাড়ির নারকেল গাছে একটি বজ্রপাত পড়ে ঘরের টিনের চালে পড়ে। এতে ঘটনাস্থলেই গৃহকর্তা হাশেম হাওলাদার (৭৫) ও তার মেয়ে ৩ সন্তানের জননী রাহেলা বেগম (৪০) নিহত হয়। অপরদিকে একই সময় উমেদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বজ্রপাত ঘটলে দশম শ্রেণীর ছাত্রী সোনিয়া আক্তার, মৌসুমি আক্তার, নুপুর, এমিলি, তানজিলাসহ ৭ ছাত্রী আহত হয়। ছাত্রীদের আহতাবস্থায় স্থানীয় উপ-স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন