(২৯ জুন,২০১০):: ভারতীয় সীমান্ত হয়ে অভিনব কায়দায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে ফেন্সিডিলসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য। আজ (মঙ্গলবার) সকালে মাইক্রোবাসের যাত্রী আসনের পাটাতনের নীচে বিশেষ বক্স তৈরি করে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে ৮৭০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে কাওড়াকান্দি ফেরিঘাট থেকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আসাদুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ্চর হাইওয়ে পুলিশের একটি দল কাওড়াকান্দি ঘাটে যশোর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ-৫৩-০৭৯১) অভিযান চালায়। এসময় চালক ও যাত্রীর আচরণে সন্দেহ হলে যাত্রী বসার আসনের পাটাতনের নীচে বিশেষ কায়দায় তৈরি বক্স থেকে ৮৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ফেনসিডিল ব্যবসায়ী যশোরের আমড়াখালি গ্রামের আকবর আলীর ছেলে হারুনুর রশিদ (৪০) ও মাইক্রোবাস চালক নোয়াখালীর মহেশপুর গ্রামের মোহম্মদউল্লাহর ছেলে বেল্লাল হোসেন (৪০) কে গ্রেফতার ও মাইক্রোবাসটি আটক করা হয়।

0 মন্তব্য(সমূহ):
Post a Comment