(১১ জুন ২০১০) শিবচর উপজেলার কাওড়াকান্দি-মাওয়া ফেরি ঘাটের কাঁঠালবাড়ি চেয়ারম্যান ঘাট এলাকায় পদ্মা নদীতে গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় স্পীডবোট ও মাছের ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন অহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। এদের শিবচর, ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।
কাওড়াকান্দি ঘাট, শিবচর থানা ও হাইওয়ে পুলিশ সার্জেন্ট আসাদুল ইসলাম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টায় কাওরাকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী স্পীডবোট কাঁঠালবাড়ি চেয়ারম্যান বাড়ির ঘাট এলাকায় এলে মাওয়া ঘাট থেকে ছেড়ে আসা একটি মাছের ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাদবরেরচর ইউনিয়নের হাওলাদারকান্দি গ্রামের হাসেম ফকিরের ছেলে বাচ্চু ফকির (৩০) ঘটনাস্থলেই মারা যায়। অপর ৩ জনের অবস্থা আশংকাজনক। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment