(০৬ জুন ২০১০) ঢাকার খিলগাওয়ের চাঞ্চল্যকর ফাতেমা বেগমকে পুড়িয়ে হত্যার অন্যতম হোতা ওয়াদুদ মৃধাকে (৩০) আজ রোববার শিবচর থেকে গ্রেফতার করেছে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল আজ রোববার বিকেলে উপজেলার উমেদপুরের চরকমলাপুর থেকে ওয়াদুদকে গ্রেফতার করে। ওয়াদুদ হত্যাকান্ডের সত্যতা স্বীকার করেছে বলে র্যাব জানায়। তাকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। ওয়াদুদ শিবচরের উমেদপুরের শাহেদ মৃধার ছেলে।
উল্লেখ্য ২০০৭ সালের এপ্রিলে ঢাকার খিলগাওয়ে এক মধ্যরাতে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় দু’সন্তানের জননী ফাতেমা বেগমকে। সে ঘটনার পর থেকেই ফাতেমার ঘাতক স্বামী লিটন মোড়ল ও তার মামা ঘাতক ওয়াদুদ পলাতক ছিল।

0 মন্তব্য(সমূহ):
Post a Comment