(০৭ জুন ২০১০) শিবচরের পদ্মা নদীর জনবিচ্ছিন্ন চরাঞ্চলের ৪টি ইউনিয়নের মানুষের জীবন মান উন্নয়নে শীঘ্রই চরাঞ্চলের সাথে মূল ভূখন্ডকে সংযুক্ত করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যেই একটি সড়ক নির্মাণের পদক্ষেপ নেয়া হয়েছে। যে সড়কটি বিচ্ছিন্ন চরজানাজাত-কাঁঠালবাড়ি-মাদবরচর-বন্দরখোলা হয়ে সরাসরি মূল ভূখন্ডে মিশবে। আজ সোমবার দুপুরে শিবচরের চরজানাজাতে টর্নেডোতে নিহত ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যেয়ে সংসদ হুইপ ও নৌ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটন এসব কথা বলেন।
হুইপ আরো বলেন, শুধু যোগাযোগই নয় শিক্ষা,স্বাস্থ্যসহ সকল নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য কাজ শুরু হয়েছে। টর্নেডো ও এর আগে পানিতে প্লাবিত হয়ে ফসল ও ঘরবাড়ির যে ক্ষতি হয়েছে তার জন্য ইতোমধ্যেই সাহায্য সহযোগিতা দেয়া শুরু হয়েছে। আরো দেয়া হবে।
ঝড়ে পিতা-পুত্রসহ ৩ নিহতদের পরিবারকে নগদ ১০ হাজার করে টাকা, ১০ কেজি চাল, সম্পূর্ণরূপে বিধ্বস্ত ৩৫টি পরিবারকে ১ বান করে টিন, ১ হাজার টাকা, ১০ কেজি চাল ও ক্ষতিগ্রস্থ সাড়ে ৩শ’ পরিবার প্রতি ১০ কেজি করে চাল দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন খান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল প্রমুখ।

0 মন্তব্য(সমূহ):
Post a Comment