(১৩ জুন ২০১০) 'বিচার করতে হবে। বিচার চাই। ওরা আমাদের ভিডিও করল কেন? উত্ত্যক্ত করল কেন?'-এভাবে দু-একজন নয়, কয়েক শ' ছাত্রী প্রতিবাদ জানিয়ে বখাটেদের হাতজোড় করিয়ে মাফ চাইতে বাধ্য করেছে। আজ রবিবার সকালে ইভ টিজিংবিরোধী শোভাযাত্রা শেষে স্কুলে ফেরার পথেই ইভ টিজিংয়ের শিকার শিবচর শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েক শ' ছাত্রী প্রতিবাদ করে বখাটেদের কর্মকাণ্ডের। এ সময় ছাত্রীরা তিন বখাটে যে দোকানের সামনে দাঁড়িয়ে ছিল, সেটি ঘেরাও করে ফেলে। পরে মোবাইল ফোনের মেমোরি কার্ড ফেরত দিয়ে ছাত্রীদের 'বোন' সম্বোধন ও হাতজোড় করে মাফ চেয়ে রেহাই পায় ওই তিন বখাটে।
শিবচর উপজেলা পরিষদ আয়োজিত ইভ টিজিংবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ শেষে বালিকা বিদ্যালয়টির শিক্ষার্থীরা থানা রোডে ঢুকতেই একটি কাঠের দোকানে অবস্থান নিয়ে লিয়াকত, আজিজুলসহ তিন বখাটে মোবাইল ফোনে ছাত্রীদের ভিডিও করে। বিষয়টি ছাত্রীরা আঁচ করতে পেরে তাৎক্ষণিকভাবে ক্ষোভে ফেটে পড়ে ও দোকানটি ঘিরে ফেলে। বখাটেরা দোকানের ভেতরে ঢুকে পড়ে। ছাত্রীদের সঙ্গে থাকা শিক্ষকরাও এ সময় ক্ষোভ প্রকাশ করেন। বখাটেদের মোবাইল ফোনগুলো পর্যবেক্ষণকালে শিক্ষক ও ব্যবসায়ীরা বিভিন্ন ছাত্রীর ভিডিও দেখতে পান। ব্যবসায়ীরা এ সময় তিন বখাটেকে উত্তমমধ্যম দেন। পরে শিক্ষকদের হাতে মোবাইল ফোনের মেমোরি কার্ড তুলে দিয়ে ছাত্রীদের 'বোন' সম্বোধন করে হাতজোড় করে মাফ চায় বখাটেরা। এরপর ছাত্রীরা মিছিল করে স্কুলে ফিরে যায়।
স্কুলের সিনিয়র শিক্ষক বশিরউদ্দিন আহমেদ জানান, সমাবেশ শেষে স্কুলে ফেরার পথেই তিন বখাটে মোবাইল ফোনে ছাত্রীদের ভিডিও করার পাশাপাশি উত্ত্যক্ত করলে ছাত্রীরা প্রতিবাদমুখর হয়ে উঠে দোকান ঘেরাও করে।
ঘটনাস্থলে উপস্থিত ব্যবসায়ী পলাশ খান বলেন, 'ওই তিন যুবকের মোবাইল ফোনে ছাত্রীদের ভিডিও পাওয়া যায়। পরে ছাত্রীদের সামনেই শিক্ষক ও ব্যবসায়ীরা ওদের কড়া বিচার করেছেন। মনে থাকলে কেউ আর এ ধরনের অপরাধ করবে না।'

1 মন্তব্য(সমূহ):
আমাদের শিবচরের মেয়েরা দেখি বেশ সচেতন হয়ে উঠছে। অতি আনন্দের সংবাদ।
Post a Comment