শিবচরের কাওড়াকান্দি ঘাট ও পৌর টেম্পু স্ট্যান্ড থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারকৃত ৭ জনকে আদালত মুক্তি না দিলেও আজ সকাল থেকে নিজেরাই ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে মাইক্রোবাস মালিক ও শ্রমিকরা। মূলত বিকল্প যান মাইক্রোবাস ধর্মঘটে সারা না পাওয়ায় আল্টিমেটাম থেকে মাইক্রোবাস মালিক শ্রমিকরা সরে আসে।
কাওড়াকান্দি মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি খোকা মাদবর বলেন, গ্রেফতারকৃত লাইনম্যানদের আদালত জামিন দেয়নি। আদালত পুলিশ প্রতিবেদন চেয়েছে। যাত্রীদের কথা মাথায় রেখে ও প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আজ সকাল থেকে ধর্মঘট প্রত্যাহার করে মাইক্রোবাস চলাচল শুরু হয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল বলেন, কাওড়াকান্দি থেকে দক্ষিণাঞ্চলের বিকল্প যান মাইক্রোবাস। এগুলো রেন্ট-এ-কার সার্ভিসে চালানোর কথা থাকলেও যাত্রী সুবিধার্থে ও কর্মসংস্থানের কথা মাথায় রেখে রুটটি ব্যবহার করতে দেয়া হয় মাইক্রোবাসকে। এছাড়া যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন থাকায় মাইক্রোবাস ধর্মঘটে যাত্রীদের কোন সমস্যা হয়নি। তাই তারা নিজেরাই বন্ধ করে নিজেরাই আবার চালু করেছে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment