কাওড়াকান্দি-মাওয়ায় টানা চব্বিশ ঘণ্টা অবরোধ চলার পর মঙ্গলবার সকাল ১০টা থেকে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ লাঘবের জন্য স্থানীয় প্রশাসনের হস্তেক্ষেপে ফেরি ও লঞ্চ চলাচল চালু করা হয়েছে। এছাড়া স্পিডবোট সম্পূর্ণ বন্ধ রেখেছে ঘাটের উভয় পাড়ের চালকেরা।
গত রোববার সকালে মাদারীপুরের কাওড়াকান্দি ও মুন্সিগঞ্জের মাওয়া ঘাটের স্পিডবোটের সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে দুই পাড়ে পাল্টাপল্টি হামলার ঘটনা ঘটে। এতে এরশাদ ও তোতাসহ ১০ জন স্পিডবোট চালক আহত হন।
সোমবার সকালে মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে সমঝোতা বৈঠকে যোগ দিতে যান কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারী, স্পিডবোট চালক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হাওলাদার। এ সময় ঘাটের লোকজন ঘাটের বৈঠকে বিবাদের জের ধরে তাদের ধাওয়া করে। পুলিশের সহায়তায় স্পিডবোট চালক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হাওলাদার রক্ষা পেলেও লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারীকে ধরে পিটিয়ে ও গরম পানি ঢেলে জখম করে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার জের ধরে কাওড়াকান্দির শ্রমিকেরা অবরোধের ডাক দেয়। ফলে বরিশাল বিভাগসহ খুলনার ২১ জেলার সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উভয় ঘাটের সড়কে পাঁচশতাধিক যানবাহন আটকা পড়ে ২০ হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হয়।
গত দুদিন ধরে সমঝোতায় দফায় দফায় বসা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন সুরাহা হয়নি। মাওয়া স্পিডবোট মালিক সমিতির সভাপতি জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাওয়া ঘাটে উভয় পাড়ের শ্রমিক নেতাদের নিয়ে সমঝোতার বৈঠকে বসা হবে। আশাকরি অতি শীঘ্রই মিমাংসা হবে।
কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সে সুস্থ না হওয়া পর্যন্ত কোন রকম মিমাংসা হবে না বলে জানিয়েছে কাওড়াকান্দি ঘাটের স্পিডবোট চালকেরা।
এদিকে শিবচর উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র বিশ্বাস ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল জানান, কাওড়াকান্দি ঘাটের আইন শৃঙ্খলা রার্থে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আশাকরি আজ (মঙ্গলবার) সন্ধ্যায় এর সমাধান হবে।
কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারির অবস্থা আশংকাজনক থাকায় ঘাটের শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ফলে যে কোন মুহূর্তে আবারও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে কাওড়াকান্দি ফেরিঘাটে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment